Home / চাঁদপুর / চাঁদপুরে সোনালী ব্যাংকের শিক্ষা বৃত্তি প্রদান
SONALI

চাঁদপুরে সোনালী ব্যাংকের শিক্ষা বৃত্তি প্রদান

চাঁদপুরে সোনালী ব্যাংক মঙ্গলবার (১৬ অক্টোবর) এসএসসি ও এইচ এসসি পাস মুক্তিযোদ্ধার সন্তান,গরীব,অসহায়,নদীভাংতি পরিবারের সন্তানদের বৃত্তি প্রদান করে।

চাঁদপুর সোনালী ব্যাংক, আঞ্চলিক কার্যালয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ করীব হোসেনের সভাপতিত্বে এবং প্রিন্সিপ্যাল অফিসার মো.মনির হোসেনের পরিচালনায় এক অনাড়াম্বর অনুষ্ঠানের মাধ্যমে চাঁদপুর জেলার ২০টি শাখার বাছাইকৃত ৮ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেছেন।

প্রতিবছরই গোটা দেশের সোনালী ব্যাংক, স্ব স্ব আঞ্চলিক কার্যালয় এর সার্বিক আয়োজনে ‘কর্পোরেট সোস্যাল রেসপন্ডসসিবিলিটিজ’ প্রকল্পের আওতায় এ শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। এ ব্যাংকের এটি একটি সেবামূলক প্রকল্প ।

প্রিন্সিপ্যাল অফিসার মো.মনির হোসেন চাঁদপুর টাইমসকে জানান, সোলালী ব্যাংক রাষ্ট্রকে ৪৮ প্রকার সেবা প্রদান করে থাকে। এর মধ্যে ৩৯টি হলো সার্ভিস চার্জ ব্যতীত। এগুলো হলো : মুক্তিযোদ্ধা,শিক্ষা,স্বাস্থ্য,প্রাকৃতিক দুর্যোগকালীন সময়,বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী, হিজড়া প্রভৃতি ভাতা সরকারিভাবে প্রদান করে।

বাকি ৯ টার মধ্যে রয়েছে সকল সরকারি কর্মকর্ত-কর্মচারীদের বেতন ও ভাতা ,উৎসবভাতা, উপবৃত্তি প্রভৃতি।

করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর , ২০১৮ বুধবার

Leave a Reply