Home / চাঁদপুর / চাঁদপুর রিটার্নিং অফিসারের কাছে ‘ছাত্রদল কর্মীকে অপহরণের’ অভিযোগ
চাঁদপুর জেলা বিএনপির

চাঁদপুর রিটার্নিং অফিসারের কাছে ‘ছাত্রদল কর্মীকে অপহরণের’ অভিযোগ

চাঁদপুরে জেলা রিটার্নিং অফিসারের নিকট লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ হোসেনকে অপহরণের অভিযোগ করেছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. সলিম উল্লাহ সেলিম।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসারের নিকট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক স্বাক্ষরিত এক অভিযোগ দেয়া হয়।

অভিযোগ পত্রে বলা হয় অদ্য ৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় লক্ষ্মীপুর ইউনিয়নের মিজান খান পিতা জাফর খান ও সাইফুল ইসলাম পিতা- কাদির ছৈয়ালের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী প্রকৃতির লোকজন কর্তৃক ছাত্রদল ১০ নং লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. পারভেজ হোসেনকে জোর পূর্বক অপহরণ করে এবং নির্দয়ভাবে প্রহার করে মারাত্মক আহত অবস্থায় ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের বাড়িতে নিয়ে পুনরায় মারধর করে। পরে পুলিশে সোপর্দ করে দেয়।

অভিযোগ পত্রে জেলা রিটার্নিং অফিসারের নিকট মোঃ পারভেজ হোসেন কে দ্রুত ফেরত দেয়ার জোর দাবি জানানো হয়।

এদিকে সর্বশেষ খবরে জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে ‘অবমাননাকর ছবি’ পোস্ট করার অভিযোগে পারভেজ হোসেন খাঁকে আটক করে পুলিশ।

Parvej-Hasan-Kha

ছাত্রদলকর্মী পারভেজকে পুলিশের কাছে সোপর্দ

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে আটক করে সদর মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সেলিম খাঁন সাংবাদিকদের বলেন, ‘পারভেজ তার ফেসবুক আইডি থেকে আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করেছে। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে ধরে আমার কাছে নিয়ে আসে এবং পুলিশ এসে তাকে নিয়ে যায়।’

আটক পারভেজ খান চাঁদপুর টাইমসকে জানান, ‘স্থানীয় আওয়ামীলীগ ও ছাএলীগের লোকজন মিথ্যা অভিযোগে আমার উপর হামলা করে পুলিশের হাতে তুলে দেয়।’

তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং আইসিটি আইনে মামলা হয়েছে অপহরণের অভিযোগ কেনো করা হয়েছে এমন প্রশ্নে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম চাঁদপুর টাইমসকে জানান, ‘লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারিকে মারধরপূর্বক আটকে রেখে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা এ ছবি তার নামে প্রচার করে। পরে জেনেছি তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং আইসিটি আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তা নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

চাঁদপুরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইবরাহিম খলিল চাঁদপুর টাইমসকে জানান, ‘আটক ছাত্রদল নেতার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে।’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর, ২০১৮

Leave a Reply