Home / চাঁদপুর / চাঁদপুরে প্রধানমন্ত্রীর ‘অবমাননাকর ছবি’ পোস্টের অভিযোগে ছাত্রদল কর্মী আটক
Parvej-Hasan-Kha
ছাত্রদলকর্মী পারভেজকে পুলিশের কাছে সোপর্দ

চাঁদপুরে প্রধানমন্ত্রীর ‘অবমাননাকর ছবি’ পোস্টের অভিযোগে ছাত্রদল কর্মী আটক

চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে ‘অবমাননাকর ছবি’ পোস্ট করার অভিযোগে পারভেজ হোসেন খাঁ (১৯) নামের ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে আটক করে সদর মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটক পারভেজ একই ইউনিয়নের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খাঁ বাড়ীর লতিফ খার ছেলে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সেলিম খাঁন সাংবাদিকদের বলেন, ‘পারভেজ তার ফেসবুক আইডি থেকে আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করেছে। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে ধরে আমার কাছে নিয়ে আসে এবং পুলিশ এসে তাকে নিয়ে যায়।’

আটক পারভেজ খান চাঁদপুর টাইমসকে জানান, ‘স্থানীয় আওয়ামীলীগ ও ছাএলীগের লোকজন মিথ্যা অভিযোগে আমার ওপর হামলা করে পুলিশের হাতে তুলে দেয়।’

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইবরাহিম খলিল চাঁদপুর টাইমসকে জানান, ‘আটক ছাত্রদল নেতার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে।’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর, ২০১৮

Leave a Reply