Home / সারাদেশ / ফেসবুকে নির্বাচন নিয়ে অপপ্রচার, যুবক আটক
ফেসবুকে নির্বাচন নিয়ে অপপ্রচার, যুবক আটক

ফেসবুকে নির্বাচন নিয়ে অপপ্রচার, যুবক আটক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফেসবুকে অপপ্রচার, গুজব ছড়ানো এবং বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের ছবি বিকৃতি করার দায়ে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে ফাহিম বখত শিপু (৩০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি থেকে তাকে আটক করা হয়। তিনি মহানগরের কদমতলী স্বর্ণশিখা আবাসিক এলাকার ৪৩ নম্বর বাসার মৃত মোজাম্মিল বখতের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিপুকে আটকের বিষয়টি জানান র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

তিনি জানান, শিপু একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ধরণের অপপ্রচার চালাচ্ছিলেনন। এছাড়া দেশের গণ্যমান্য ব্যক্তিদের ছবি এডিট করে বিকৃত করে ফেসবুকে প্রচার করছিলেন।

এসব অপপ্রচার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই শিপুকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তা কক্ষ
০৭ ডিসেম্বর,২০১৮