Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন
bnp-human-chain-in-faridganj

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন

বিএনপি চেয়ারপার্সন ও কারা অন্তরীণ খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মানববন্ধন করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার শোল্লা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান দুলাল, যুগ্ন আহবায়ক আমানত গাজী, সদস্য ডাঃ আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য মোঃ আব্দুল মতিন।

এসময় বক্তরা বক্তব্যে বলেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছে। সরকারের কাছে বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং অবিলম্বে মুক্তি না দিলে কঠিন আন্দোলনের হুশিয়ারী দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহসিন হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মফু, সদস্য আবু জাফর খসরু মোল্লা, বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজী, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বুলু, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব তাহের আবু পাটওয়ারী, পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক মিয়াজী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম,

বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শামীম পাটওয়ারী, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন খলিফা। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজিম হোসেন, জেলা যুবদল নেতা মোঃ হাসান পাটওয়ারী, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন চৌধুরী,

বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মৃধা, স্বেচ্ছাসেবক দলনেতা নাজমুল কবির খান, যুবদল নেতা শাহ আলম হাওলাদার, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন পাটওয়ারী, ছাত্রদল নেতা সালাউদ্দিন মিঠু, শামীম হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : শিমুল হাছান, ১২ সেপ্টেম্বর ২০১৯