Home / চাঁদপুর / খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
hand-chin-bnp-chandpur

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দলীয় নেতা-কর্মীরা। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি এই কর্মসূচী পালন করে।

বিকেল ৩টা থেকেই বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। তারা দলীয় কার্যালয়ের সামনের মেথারোড়ে এক পাশে দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিএনপির এই মানববন্ধন কর্মসূচি ঘিরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ফলে পুলিশের বাঁধার মুখে তারা বেশিক্ষণ দাঁড়াতে পারেনি।

পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রাবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রশাসনকে দিয়ে ভোট চুরি করিয়েছে। পুলিশকে জনগণের কাছে ঘৃণার পাত্র বানিয়েছে। পুলিশ আমাদের অনেক মামলা দিয়েছেন। গুম, খুন করেছেন কিন্তু বিএনপিকে দাবায়ে রাখতে পারেনি। আমাদের মন থেকে বিএনপি আর জিয়ার নাম মুছতে পারেননি।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, `অবৈধভাবে ক্ষমাতায় আসা আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে। তারা মানুষের গণন্ত্রান্তিক অধিকার হরণ করেছে। এই অবৈধ সরকার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে।’

তিনি বলেন, মানুষ সরকারের অপশাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে। অচিরেই বিএনপি কেন্দ্র থেকে মহা আন্দোলনের ডাক দিবে। তখন অবৈধ সরকারের ক্ষমতার মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে।

পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায় অ্যাড. সলিম উল্লাহ্ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, অ্যাড. শামসুল ইসলাম মন্টু, জেলা স্বেচ্ছসেবক দলের সভাপতি অ্যাড জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার লাকি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভুইয়া, কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী প্রমুখ।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ১২ সেপ্টেম্বর ২০১৯