Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় জাতীয় শিশু দিবস পালিত
Kachua...

কচুয়ায় জাতীয় শিশু দিবস পালিত

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রোববার(১৭ মার্চ) উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে কচুয়া উপজেলার রাগদৈল আইএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় বিদ্যালয়ের সদস্য মোঃ শহীদ উল্লাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শাহ আলম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস, সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, রাগদৈল সপ্রাবি’র প্রধান শিক্ষক একেএম সফিউল্লাহ, সিনিয়র সাংবাদিক মো. সফিকুল ইসলাম মোল্লা, জিসান আহমেদ নান্নু, ছাত্রলীগ নেতা নাঈম প্রধান ও শিক্ষার্তী মর্জিনা আক্তার প্রমুখ।

অপরদিকে একই দিন সকালে উপজেলার মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিবস উপলক্ষে বিশাল কেক কেঁটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পিযুষ কুমার দেবে’র পরিচালনায় বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা আইনজীবি সমিতির সহ-সম্পাদক অ্যাড. কামাল হোসেন পাটওয়ারী । স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র বাইন।

পরে বিভিন্ন রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
১৭ মার্চ,২০১৯