Home / সারাদেশ / শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার নির্দেশ
exam
ফাইল ছবি

শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার নির্দেশ

জাতীয় নির্বাচনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা যতটা সম্ভব এগিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর ) সচিবালয়ে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

তবে, প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে, যতটা সম্ভব স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই যেন শেষ করা হয়।

প্রসঙ্গত, জাতীয় সংসদের পরবর্তী নির্বাচন আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতার প্রেক্ষাপটে উক্ত নির্দেশনা দেয়া হচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে। সূত্র জানান, উপরোক্ত নির্দেশনা সংক্রান্ত আদেশ আগামী সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারী করা হবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক উইং থেকে জানা গেছে, বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন এ সংক্রান্ত কোন নির্দেশনা কোথাও পাঠানো হয়নি।

এদিকে দেশের বন্যাকবলিত ৫ জেলায় শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী উক্ত নির্দেশের কথা জানান।

তিনি বলেন,দেশের উত্তারাঞ্চলসহ বন্যাকবলিত পাঁচ জেলার বন্যাক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠাগুলোর দিকে ‘বিশেষ নজর’ দেয়া হয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে বা তলিয়ে গেছে, সেসব প্রতিষ্ঠানের আশপাশে উঁচু স্থান অথবা কোনো বাড়িতে ক্লাস চালিয়ে নিয়ে যেতে প্রধান শিক্ষকদের বলা হয়েছে। এ জন্য স্থানীয় গ্রামবাসীর সঙ্গে পরামর্শ করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।’

সম্প্রতি রাজশাহী, বগুড়া, শেরপুর, জামালপুর ও কুড়িগ্রাম জেলার নদী তীরবর্তী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আংশিক বা পুরোপুরি তলিয়ে গেছে। এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। এ কারণে ঐসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানও বন্ধ হয়ে গেছে। অনেক এলকায় শিক্ষার্থীরা স্কুুলে যেতে পারছে না।

দেশের ওই পাঁচ জেলার পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্র্রবাহিত হচ্ছে। প্রতিদিন নদীগুলোতে বাড়ছে পানি প্রবাহ।

শিক্ষামন্ত্রী বলেন,বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত কা¬সরুমগুলোকে পাঠ উপযোগী করে তোলা হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হবে, পানি শুকিয়ে যাওয়ার পর সেগুলোকে দ্রুত মেরামত করতে শিক্ষা প্রকৌশল অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে।

নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, বন্যার কারণে আমরা উদ্বিগ্ন। কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয়, শিক্ষার্থীদের নিজেদের বাড়ি-ঘরেও পানি ঢুকে পড়েছে। সংশ্লিষ্ঠ এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো অর্থনৈতিকভাবেও চ্যালেঞ্জর মুখে পড়েছে। শিক্ষার্থীদের সামনে স্কুল ফাইনাল পরীক্ষা। তারা পরীক্ষা নিয়ে চিন্তিত। অভিভাবকরাও উদ্বিগ্ন। পানি শুকিয়ে গেলে অতিরিক্ত ক্লাস নিয়ে বন্যার সময়ে ক্ষতি পুষিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।

আগামী ১ নভেম্বর থেকে দেশজুড়ে অষ্টম শ্রেণি পড়ূয়া প্রায় ২০ লাখ শিক্ষার্থী জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং জুনিয়র দাখিল পরীক্ষা পরীক্ষায় অংশ নেবে। এছাড়া ১৮ নভেম্বর থেকে সারাদেশে শুরু হবে প্রাথমিক সমাপনি পরীক্ষা।

বার্তা কক্ষ
২১ সেপ্টম্বর ২০১৮, শুক্রবার

Leave a Reply