Home / সারাদেশ / বিভিন্ন জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বজ্রপাতে

বিভিন্ন জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

বিভিন্ন জেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকাল থেকে সন্ধ্যার মধ্যে তাদের মৃত্যু হয়।

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দিলোয়ার মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সকালে উপজেলার স্বরমুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়ার আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (২৬) ও ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম (৩৮)।

দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

মাদারীপুর: মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে বজ্রপাতে সঞ্জীব বল্লভ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার পুরানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বজ্রাহত হয়েছেন দিগেন বৈদ্য (৪০) নামের আরও একজন।

সঞ্জীব গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার নগেন বল্লভের ছেলে। তিনি মাদারীপুর পুরান বাজারের একটি মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন।

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে বজ্রপাতে মুরাদ মল্লিক (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কামরুল শেখ (৩৫) নামে আরেক কৃষক। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকেল ৩টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের কাপাসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুরাদ মল্লিক উপজেলার কামালদিয়া ইউনিয়নের মিরাপাড়ার লকাই মল্লিকের ছেলে।

সিলেট: সিলেটের কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মাহতাব উদ্দিন মাতাই (৪৫) নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার দীঘিরপার ৩ নম্বর পূর্ব ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। মাহতাব উদ্দিন মাতাই উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের ছেলে। (বাংলানিউজ)