Home / সারাদেশ / ১৩ কোটি টাকা লোপাট করে পদত্যাগে বাধ্য হলেন আওয়ামী লীগ নেতা রিয়াজ
টাকা

১৩ কোটি টাকা লোপাট করে পদত্যাগে বাধ্য হলেন আওয়ামী লীগ নেতা রিয়াজ

রাজধানীর টিকাটুলির শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ফান্ড থেকে প্রায় ১৩ কোটি টাকা স্কুল ফান্ড থেকে লোপাটের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের বিরুদ্ধে।

স্কুলের ফান্ডে টাকা লুট করা রিয়াজ উদ্দিন রিয়াজ ক্ষমতার অপব্যবহার করে কখনো অডিট হতে দেননি।

বালিকা বিদ্যালয়ের মধ্যে সভাপতির কক্ষ নামে একটি বিশেষ কক্ষ ছিলো রিয়াজের। নারী নিয়ে একান্ত সময় কাটানোর অভিযোগ রয়েছে ঢাকা মহানগর দক্ষিণের এই প্রভাবশালী নেতা।

স্কুলের ফান্ডের টাকা লুট, নারীবাজী ছাড়াও স্কুল কেন্দ্রিক নানা ধরণের অপকর্ম অতিষ্ট হয়ে স্থানীয় এমপি এবং সরকারের উপর মহলে একাধিক অভিযোগ দেয় রিয়াজের বিরুদ্ধে।

অবস্থা বেগতিক দেখে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের গভনিং থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন রিয়াজ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ দিপু মনির নাম ভাঙ্গিয়ে এলাকার স্কুল কলেজগুলোর গভনিং কমিটিতে জায়গা করে নিয়েছেন।

রিয়াজ ঢাকা-৬ আসনে অন্তত ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের গভনিং কমিটির গুরুত্বপূর্ণ পদে আছেন। কোন কোন স্কুল কলেজের গভনিং কমিটির চেয়ারম্যানও তিনি।

নিজস্ব প্রতিবেদক,১৮ সেপ্টেম্বর ২০২৩