Home / চাঁদপুর / ৫ জানুয়ারিতে কর্মসূচি দিয়েও পালন করেনি বিএনপি
চাঁদপুর জেলা বিএনপির

৫ জানুয়ারিতে কর্মসূচি দিয়েও পালন করেনি বিএনপি

৫ জানুয়ারি পুলিশি আতঙ্কে কোন কর্মসূচি পালন করেনি চাঁদপুর জেলা বিএনপি।

বৃহস্পতিবার পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি থাকলেও কোন কর্মসূনি পালন করেনি চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

জেলা বিএনপি কার্যালয়ের মূল প্রবেশ দরজায় তালা লাগানো ছিলো। বিকেল ৫টা পর্যন্ত ১০/১৫ জন অঙ্গসহযোগি সংগঠনের নেতা কর্মী দেখা গেলেও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কারো কিংবা সাবেক কোনো নেতাকর্মীদের দেখা যায়নি।

বিকেল ৫টার পর বিএনপি কার্যালয়ের বিপরীত পাশে হোটের সামনে যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্লা সেলিম ও মাহাবুব আনোয়ার বাবলুকে দেখা যায়।

তারা দু’জনে এসে হোটেলে চা-রুটি খেয়ে গল্প গুজব করে কিছুক্ষণ পরে চলে যায়। যাওয়ার সময় দু’নেতার মধ্যে একজন অপর জনকে বলে মাগরিবের নামাজে পরে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসবভন মুনিরা ভবনে আসার জন্য।

ঘোষণা দিয়ে কর্মসূচি পালন না করায় উপস্থিত কয়েকজন নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ দেখা যায়।

উপস্থিত কিছু নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিএনপির রাজনীতি একেবারে শেষ হয়ে গেলো। আজকে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ বিএনপির উদ্যোগে মিছিলতো দূরের কথা পার্টি অফিসটিও খোলে না। জেলার নেতারা সব ভয়ে ঘাপটি মেরে বিভিন্নস্থানে লুকিয়ে রয়েছে। আমরা কর্মীরা রাজপথে জীবন দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। তারপরও আমাদের নেতাদের খুজে পাই না। তারা কিছু করে না বরং আমাদেও কিছু করতে দেয় না। বিভিন্ন সময় সভায় শ্লোগান ধরে মিছিল করতে চাইলে পুলিশের আগে আমাদের নেতারা বাধা দিয়ে আমাদের গালমন্দ করে। ৫ জানুয়ারি আমরা পার্টি অফিসে অবস্থান নিলেও মনটাকে বুঝ দিতে পারতাম যে অন্তত পার্টি অফিসেতো অবস্থান নিয়েছি। আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বলে আমাদের বিকেল ৩টায় সময় দিয়েছিলো। কিন্তু কেউ নেই। তাহলে প্রোগ্রাম সময় দিল কেন?’

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্লা সেলিম ও মাহাবুব আনোয়ার বাবলুর কাছে জানতে তাঁরা জানান, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেয়নি। তাদের নিরপেক্ষ থাকা উচিত। আমাদের কর্মসূচি পালন করতে দেওয়াতো দূরের কথা আমাদের পার্টি অফিসের বসতে দেয়নি, দরজার তালা খুলতে দেয়নি।’

জেলা বিএনপি অফিসের সামনে ডিউটিরত মডেল থানার তদন্ত ওসি মহিউদ্দিনের সাথে কথা বলতে তিনি জানান, ‘৫ জানুয়ারি বিএনপির কর্মসূচি পালনে প্রশাসনের কাছ থেকে কোন অনুমুতি নেয়নি। আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও করে যাবো। তাদের নেতা কর্মীদের কেউ পার্টি অফিসে আসেনি। আমরা কি তাদের বাড়ি থেকে খুঁজে এনে বলবো আপনা আপনাদের প্রোগ্রাম করুন। তারা আইন ও নিয়মতান্ত্রিক ভাবে যেকোন কোনো কর্মসূচি পালন করুক আমরা কিছু বলবো না।’

জেলা বিএনপি অফিসের দরজার তালা খুলতে না দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘তাদের পার্টি অফিসের তালা খুলতে না দেওয়ার আমরা কি? তাদের অফিসের ভিতরে তা যা খুশি করুক আমাদের কিছু যায় আসে না। কিন্তু সড়কের মধ্যে যানবাহন চলাচলের বিঘœ ঘটিয়ে কিছু করতে দেয়া হবে না। আমরা পুলিশ প্রশাসন কারো পক্ষে নই, আমরা নিরপেক্ষ। ’

প্রতিবেদক- আশিক বিন রহিম
।। আপডটে, বাংলাদশে সময় ০৭ : ৩০ এএম, ৬ জানুয়ারি ২০১৭ শুক্রবার
ডিএইচ

Leave a Reply