Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ১১ দফা দাবি আদায়ে মতলব শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মানববন্ধন
১১ দফা দাবি আদায়ে মতলব শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মানববন্ধন

১১ দফা দাবি আদায়ে মতলব শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মানববন্ধন

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিী আদায়ের লক্ষ্যে রোববার (১১ মার্চ) বেলা ১১টায় মতলব রিক্সা স্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় এবং বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত¡রে গিয়ে সমাপ্ত হয়।

শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ঘোষণা দেয়া হয়। শিক্ষকদের দাবীর সাথে একাত্বতা পোষন করেন মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। মাধ্যমিক শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির আহবায়ক মো. কবির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. রুহুল আমিন খান, বাকশিস মতলব দক্ষিণ উপজেলা শাখার আহবায়ক মো. মোক্তার হোসেন, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন সাগর, নারাণপুর ডিগ্রি কলেজের উপাধক্ষ্য মোসলে উদ্দিন, মুন্সিরহাট কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা খান, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আলী আক্কাছ, দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান, আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইসহাক গাজী, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম, কাচিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম।

এ সময় শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মুন্সিরহাট কলেজের প্রভাষক মো. জসিম উদ্দিন মৃধা।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক