Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ রামকানাই উচ্চ বিদ্যালয়ে কয়েক হাজার বই মজুদ
boi pic

হাজীগঞ্জ রামকানাই উচ্চ বিদ্যালয়ে কয়েক হাজার বই মজুদ

চাঁদপুরের হাজীগঞ্জের বড়কূল রামকানাই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে দু’শিক্ষকের বহাল থাকার পর এখন আবার নতুন অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক দাবিকারীদের গাফলতিতে অফিসে বিভিন্ন সনের কয়েক হাজার নতুন বই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

অথচ দেখা গেছে বিভিন্ন উপজেলা থেকে বই এনে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বইয়ের চাহিদা মেটাতে হচ্ছে।

খোজ নিয়ে জানা গেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান প্রধান শিক্ষকের গাফলতিতে এসব বই বছরের পর বছর অফিসে পড়ে আছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে বলা আছে অতিরিক্ত বই বছরের মার্চ মাসের মধ্যে ফেরত দিতে হবে। অথচ এ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো.আবদুল হক এসব কোন কিছুর কর্ণপাত না করে বইগুলো বিক্রির পায়তারা করার চেষ্টা করছে।

০৫ জানুয়ারি মঙ্গলবার সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। দেখা গেছে বিদ্যালয়ের পশ্চিম পাশের অফিসে বিভিন্ন সালের প্রায় ৪-৫ হাজার নতুন বই সারিবদ্ধভাবে পড়ে আছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক আবদুল হক বলেন, ‘আমি বিষয়টি দেখেছি তবে অচিরেই বইগুলো উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’
জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট

।। আপডেট : ০৮:৩০ পিএম, ০৬ জানুয়ারি ২০১৫, বুধবার
ডিএইচ