Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ‘চাঁদপুরে প্রতিটি ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন গর্ব করার মতো’
SP Jehadul Kobir
চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির।

‘চাঁদপুরে প্রতিটি ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন গর্ব করার মতো’

চাঁদপুর পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম ও জেলা আ.লীগসহ পুজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে মতলব বাজার জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম বলেন, মতলবে উৎসব ও আনন্দের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপুজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা করবে। এ ব্যাপারে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, চাঁদপুরে প্রতিটি ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন খুব ভালো অবস্থানে আছে। যা গর্ব করার মতো। প্রীতির এ বন্ধন অক্ষন্ন থাকুক, এটাই আমাদের কাম্য। চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে। আপনারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন। আপনাদের যে কোনো ভালো কাজে আমাকে সবসময় পাশে পাবেন।

উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ও মতলব পৌরসভার প্যানেল মেয়র কিশোর কুমার ঘোষের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা আ.লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্জ নাছির উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক আবু মইন পাটোয়ারী দুলাল, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, মতলব দক্ষিণ উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দন সাহা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আ.লীগের সদস্য আনিছুজ্জামান চৌধুরী মতলব জগন্নাথ মন্দিরের দুর্গাপুজা কমিটির সভাপতি সজল ঘোষ, সাধারণ সম্পাদক আশিষ কুমার সরকার।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক