Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

হাজীগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি :

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের বিএনপির কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়।

গত ২১ জুন রোববার ৩টায় হাজীগঞ্জ রজনীগন্ধা মার্কেটের ৩য়তলায় অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সভায় আহবায়ক ড. মো. আলমগীর কবির পাটোওয়ারী ও যুগ্ম আহবায়ক হাজী ইমাম হোসেন স্বাক্ষরিত এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ওই সভায় উপজেলার সকল ইউনিয়ন বিএনপিকে আগামী দিনে আরও গতিশীল করার লক্ষ্যে হাজীগঞ্জ ইউনিয়ন বিএনপির সকল কমিটি ভেঙ্গে দিয়ে পুনর্গঠন আবশ্যক মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সে প্রেক্ষিতে দ্বাদশ গ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিসহ মেয়াদ উত্তীর্র্ণ ইউনিয়ন কমিটি পুনর্গঠনপূর্বক সুসংগঠিত ও শক্তিশালী সাংগঠনিক ভীত গড়ে তোলার জন্যে হাজীগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করার লক্ষ্যে প্রথম পর্যাে ১নং রাজারগাঁও উওর ইউনিয়ন, ২নং বাকিলা ইউনিয়ন, ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়ন, ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন, ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়ন, ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

আপডেট :   বাংলাদেশ সময় : ১৩ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ২৭ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৮:৪৯ অপরাহ্ন

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি