Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে গায়ে হলুদ অনুষ্ঠানে নাচের বখশিশ নিয়ে হামলা : আটক ৪
Arrest-01

হাজীগঞ্জে গায়ে হলুদ অনুষ্ঠানে নাচের বখশিশ নিয়ে হামলা : আটক ৪

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক ||   আপডেট: ০৮:২৮ পিএম, ০৩ অক্টোবর ২০১৫, শনিবার

জেলার হাজীগঞ্জ উপজেলায় গায়ে হলুদ অনুষ্ঠানে নাচের বখশিশ নিয়ে তিন দফা হামলার ঘটনায় পুলিশ চার আসামিকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের সর্বতারা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. কবির হোসেন সুমন (৪৮) ও সুজন (২৩)। এ ছাড়া জড়িত সন্দেহে ফরহাদ ও মোস্তফাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার ৯নং গন্ধর্বপুর ইউনিয়নের সর্বতারা গ্রামের হাজীবাড়িতে নাচের বখশিশ নিয়ে তিন দফা হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজন আহত হন।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় ইউপি সদস্যসহ ২০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর আগে শনিবার রাতে হাজীবাড়ির আবদুল করিমের ছেলে ইয়াছিনের গায়ে হলুদ অনুষ্ঠানে হামলার এ ঘটনা ঘটে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫