Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে এডোলসেন্ট হেলথ ওরিয়েন্টেশন উদ্বোধন
Oriantation

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে এডোলসেন্ট হেলথ ওরিয়েন্টেশন উদ্বোধন

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওরিয়েন্টশন অব গেইট কিপার অন এডোলসেন্ট হেলথ এর প্রশিক্ষন মঙ্গলবার (১৭ এপ্রিল) উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, জনগণের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে এবং স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিগত দিনের চেয়ে এখন কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

বিশেষ করে বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বেলায়েত হোসেন এর নেতৃত্বে হাইমচরে বেশ কটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধিসহ অবকাঠামোর অনেক পরিবর্তন হয়েছে। এসময় তিনি এডোলসেন্ট হেল্থ এর প্রশিক্ষনে অংশগ্রনকারিদের প্রতি অনুরোধ রেখে বলেন, আপনারা আজকে যে প্রশিক্ষন নিবেন এগুলো আপনাদের দৈনন্দিন জীবনের কাজে লাগাতে হবে।

দুই দিনব্যাপি অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ডাঃ মোঃ বেলায়েত হোসেন। ফার্মেসী বিভাগের ইনচার্জ রিয়াদ হোসেনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শেফালি, উপজেলা কমিউটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন মাষ্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, ডেপুটি কমান্ডার ডাঃ হাফিজ আহমেদ মাষ্টার, প্রেসক্লাব সভাপতি(ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলিম, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলি মাষ্টার, আলগী বাজার জামে মসজিদ খতিব মাওঃ মোঃ আলমগীর হোসেন।

এসময় সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের ৩০ জন প্রতিনিধি এ ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।

প্রতিবেদক- বিএম ইসমাইল

Leave a Reply