Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ভালবাসায় সিক্ত নূর হোসেন পাটওয়ারী
noor-hossain

হাইমচরে ভালবাসায় সিক্ত নূর হোসেন পাটওয়ারী

হাইমচরে হাজার হাজার নেতা কর্মীর ফুলেল ভালবাসায় সিক্ত হলেন ২য় বারের মত নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জানুয়ারি উত্তর আলগী গ্রামের নিজ বাড়িতে নেতা কর্মীদের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

সোমবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মোতালেব জমাদার ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসহাক খোকনকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচতি হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নূর হোসেন পাটওয়ারী।

মঙ্গলবার সকাল হতে উপজেলার ৬ টি ইউনিয়নের হাজারো নেতা কর্মী নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে ভীড় করতে থাকেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাজার হাজার নেতা কর্মীকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

নির্বাচিত চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন,‘ এ বিজয় হাইমচরবাসীর বিজয় । এ বিজয় উন্নয়নের বিজয় ; এ বিজয় আওয়াম ীলীগ সরকারের বিজয়।’

কোনো অপশক্তি নৌকার বিজয় ঠেকাতে পারে নি। আমার নেতা কর্মীরা প্রশাসনের অত্যাচার সহ্য করেও নৌকার বিজয়ের লক্ষ্যে কেন্দ্র পাহাড়া দিয়েছে। হাইমচরবাসী নৌকা মার্কাকে ভোট দিয়েছে বলেই আপনার নৌকার বিজয় ছিনিয়ে আনতে পেরেছেন।

আমি হাইমচরবাসীর কাছে চির ঋণী হয়ে গেলাম। আমি যত দিন বাঁচবো এ হাইমচরবাসীর সাথেই মিলে মিসে থাকবো। আমি নূর হোসেন আপনাদের ছিলাম আপনাদেরই থাকবো ইনশাআল্লাহ।’

ফুলেল শুভেচ্ছা জানান, ৩১টি কেন্দ্র কমিটির আহ্বায়ক সদস্য সচিবসহ কর্মী সমর্থকবৃন্দ। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানিয়া, সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী,এমএ বাশার, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী আহমেদ দেওয়ান।

নীলকমল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের নেতৃত্বে বাচ্চু সরকার, দাদন মোল্লাসহ নীলকমলবাসী, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজীর নেতৃত্বে ইউনিয়নবাসী, শাহাদাত সরকারের নেতৃত্বে হাইমচর ইউনিয়নবাসী, আহমেদ আলী মাষ্টারের নেতৃত্বে চরভৈরবী ইউনিয়নবাসীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও ইমাম সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

মো.ইসমাইল হোসেন ,১৪ জানুয়ারি ২০২০