Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
হাইমচরে বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

হাইমচরে বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৭নং পূর্বচর কৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত উপজেলার ৬টি কিন্ডারগার্টেন হতে ১৮৫জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

কেন্দ্র সচিব মোঃ ফজলুর রহমান পাটওয়ারী চাঁদপুর টাইমসকে জানান, প্রতি বছরের ন্যায় এবারও বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় হাইমচর উপজেলার মডার্ন শিশু নিকেতন, ফিরোজা-মজিদ কিন্ডারগার্টেন, মা কচি-কাঁচা কিন্ডারগার্টেন, হাইমচর মডেল স্কুল, উদয়ন শিশু একাডেমি, আইডিয়েল একাডেমি হতে প্রথম শ্রেণি ৬৩, ২য় শ্রেণি ৪২, ৩য় শ্রেণি ২১, ৪র্থ শ্রেণি ২৮, ৫ম শ্রেণি হতে ৩১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল ৯টা ৩০ হতে বিকেল ৪টা ৩০ পর্যন্ত বিরতি দিয়ে বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে শিশু শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

হলসুপার ফাতেমা বেগম চাঁদপুর টাইমসকে জানান, পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্যে আমরা চেষ্টার ত্রুটি করিনি। ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে পারবো এবং মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষায় বৃত্তি পেয়ে হাইমচরের সুনাম বয়ে আনবে।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

 

||আপডেট: ০৬:০৫ পিএম, ১৩ নভেম্বর ২০১৫, শুক্রবার

এমআরআর