Home / সারাদেশ / ২৭ জেলায় স্মার্ট এনআইডি বিতরণ শুরু
nurul huda ec
ফাইল ছবি

২৭ জেলায় স্মার্ট এনআইডি বিতরণ শুরু

২৭ জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ নিয়ে ৩৭টি জেলায় এ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হলো।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিইসি এ কার্যক্রম উদ্বোধন করেন।

গত আগস্ট মাস থেকে সিটি করপোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হলেও এবার জেলা শহরগুলোতে একযোগে এই কার্ড বিতরণ শুরু হলো। পটুয়াখালী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, পাবনা, গাইবান্ধা, নেত্রকোনা, বগুড়া, নোয়াখালী ও কক্সবাজার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সিইসি জানান, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সারা দেশে কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে। তিনি আরো জানান, বর্তমানে দিনে প্রায় দেড় লাখ করে স্মার্টকার্ড ছাপা হচ্ছে, যা আগের সক্ষমতার দশগুণ। বিদেশি অর্থায়নে তিন স্তরের ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্যের এ জাতীয় স্মার্টকার্ড বিতরণ প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে এ বছর।

বার্তা কক্ষ
: আপডেট, বাংলাদেশ সময় ৬ : ৩৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply