Home / আন্তর্জাতিক / স্থগিত হলো মুরসির মৃত্যুদণ্ড
Murchy

স্থগিত হলো মুরসির মৃত্যুদণ্ড

‎Wednesday, ‎03 ‎June, ‎2015   02:06:40 AM

চাঁদপুর টাইমস ডেস্ক:

মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় মুলতবি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কায়রোর একটি আদালত ১৬ জুন পর্যন্ত রায় স্থগিত করেছে।

গত ১৭ মে মুরসি ও তার সমর্থকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয় মিশরের একটি আদালত। ২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় কারাগার ভেঙে পালানোর চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এ দণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পরই মানবাধিকার সংগঠন ও বিশ্ব নেতাদের পক্ষ থেকে মিসরের সামরিক সরকারের ব্যাপক সমালোচনা করা হয়।

মঙ্গলবার মুরসি ও তার ১০৫ জন সমর্থককে তাদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের আপিলের শুনানির জন্য আদালতে হাজির করা হয়। এ সময় মুরসির সমর্থকরা সামরিক শাসকের পতন চেয়ে স্লোগান দিতে থাকে।

আদালতের পক্ষ থেকে বলা হয়, মুরসি ও তার ১০৫ সমর্থকের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়টি দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা গ্র্যাণ্ড মুফতির কাছে পাঠানো হবে। তার অনুমোদনের পরই রায়ের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না