Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে চার সেতুর বেহাল দশা : জীবন ঝুঁকি নিয়ে চলাচল
সেতুর বেহাল দশা

শাহরাস্তিতে চার সেতুর বেহাল দশা : জীবন ঝুঁকি নিয়ে চলাচল

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চার গ্রামীণ সেতুর বেহাল দশা । জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও হাজারো সাধারণ পথচারী। বর্তমানে এসব সেতু দিয়ে রিক্সা ও ভারি যান চলাচল অনেকাংশেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।

চাঁদপুর টাইমসের অনুসন্ধানে দেখা দেখা যায় উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের খিলা – মনিপুর চিতোষী সড়কের মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের উপরের সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। সেতুটির দীর্ঘদিন যাবৎ দুই পাশের রিলিং ও মাঝখানের আস্তর ভেঙ্গে গিয়ে সেতুটির ৩টি স্থানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে।

একই ইউনিয়নের খিলা চিতোষী সড়কের নালিয়া পাড়া সড়কে ব্রিজের মাঝখান নিয়ে আস্তর ঝরে বড় ধরনের শুড়ং হয়ে পরছে। যার ফলে যানবাহন চলাচল হুমকির মুখে পরেছে। যেকোনো সময় দুর্ঘটনার আশংকা রয়েছে।

চিতোষী পশ্চিম ইউনিয়নের সূচীপাড়া – খিলা বাজার সড়কের পাথৈর কলওলা বাড়ি সংলগ্ন খালের ওপর সেতুরও দু’পাশের রিলিং ও মাজখান দিয়ে আস্তর খড়ে পড়ে গর্তের সৃষ্টি হয়েছে। যানচলাচল ঝুকিপূর্ণ।

এছাড়া মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা বাজার – শাহ্রাস্তি বাজার সড়কের খনেশ^র খালের উপরের সেতুর বেহাল দশা । দু’পাশের রিলিং ও মাঝখানের আস্তর খসে পড়ে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ভুক্তভোগীরা জানান, সেতুগুলো দিয়ে জীবন ঝুঁকি নিয়ে যান চলাচল করতে হয়। এছাড়াও বিকল্প পথ দিয়ে যাতায়াত করতে ঘন্টার পর ঘন্টা লেগে যায় তাই সবাই এসব সেতু দিয়েই পার হয়। এছাড় প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা এসব সেতু দিয়ে যাতায়াত করে।

শাহরাস্তি থেকে জামাল হোসেন, ১০ জানুয়ারি ২০২০