Home / সারাদেশ / সারাদেশে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ
horn

সারাদেশে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ

জব্দকৃত হাইড্রোলিক হর্ন ফাইল ছবিরাজধানী ঢাকার পাশাপাশি এবার সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদের সম্পূরক আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উলস্নাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ নিজেই। এর আগে রাজধানীতে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধের নির্দেশ চেয়ে রিট করেছিলেন তিনি। ওই রিটেরই সম্পূরক আবেদনে সারাদেশেই এর ব্যবহার বন্ধের আরজি জানান।
২৩ আগস্ট আগের রিটের শুনানি শেষে রম্নল জারিসহ রাজধানীতে চলাচলকারী সব যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ, ২৭ আগস্টের পর কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন থাকলে সে গাড়ি জব্দ এবং হাইড্রোলিক হর্নের আমদানি বন্ধ করে বাজারে এখনো যেসব হর্ন রয়েছে, তা জব্দের নির্দেশ দেন একই হাইকোর্ট বেঞ্চ।

রম্নলে হাইড্রোলিক হর্ন বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চান হাইকোর্ট।

স্বরাষ্ট্রসচিব,পুলিশের আইজিপি, হাইওয়ে পুলিশের ডিআইজি, ডিএমপির কমিশনার,ট্রাফিকের যুগ্ম-কমিশনার, বিআরটিএ’র চেয়ারম্যান,ঢাকার ট্রাফিকের চার ডিসিসহ ২০ জনকে রম্নলের জবাব দিতে বলা হয়।

দু’সপ্তাহের মধ্যে হাইড্রোলিক হর্নের আমদানি-ব্যবহার নিষিদ্ধের এ আদেশ বাস্ত্মবায়নের বিষয়ে অগ্রগতি প্রতিবেদনও দিতে বলেছিলেন আদালত। এর প্রেক্ষিতে ৮ অক্টোবর প্রতিবেদন দাখিল করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশিস্নষ্টরা।

ওইদিন প্রতিবেদন দেখার পর এখনো যেসব গাড়ির মালিক-চালকের কাছে হাইড্রোলিক হর্ন রয়েছে,সেগুলো ১৫ দিনের মধ্যে নিকটস্থ থানা পুলিশের কাছে জমা দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। আর পুলিশ কর্তৃপক্ষকে বলেন, যেসব হাইড্রোলিক হর্ন জমা হবে, সেগুলো ধ্বংস করতে হবে।

হাইড্রোলিক হর্ন জব্দ করতে ২৩ আগস্ট দেয়া আদেশও বহাল রাখেন হাইকোর্ট।

মনজিল মোরসেদ সেদিন সাংবাদিকদের বলেন,পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে,‘প্রশাসন শত শত হাইড্রোলিক হর্ন জব্দ করেছে। কিন্তু তাতে টেকনিক্যাল সমস্যা হচ্ছে- যিনি হাইড্রোলিক হর্ন ব্যবহার করছেন, এ আইনে তার শাস্তি হলো মাত্র ১ শ’ টাকা। এতে ব্যবহারকারীরা ১শ’ টাকা জরিমানা দিয়ে আবারও ওই হর্ন ব্যবহার করছেন। ফলে মালিকদের হর্ন ব্যবহার থেকে বিরত রাখা যাচ্ছে না। পরে এসব আদেশ দেন আদালত।

নিউজ ডেস্ক
আপডেট,বাংলাদেশ সময় ৫:৪০ পিএম,৬ নভেম্বর ২০১৭,সোমবার
এজি

Leave a Reply