Home / চাঁদপুর / ‘আমরা ভালো কাজ করে সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়ে তুলবো’
Dipu Moni
ডা. দীপু মনি (ফাইল ছবি)

‘আমরা ভালো কাজ করে সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়ে তুলবো’

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘ আমরা প্রতিদিন ছোট-ছোট করে একটি ভালো কাজ করে দেশটাকে সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবো। দেশের অগ্রগতি দেখে বিশ্ব এখন বিস্মিত।’

শুক্রবার (৩ মার্চ )চাঁদপুরের পুরাণবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামলীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিশ্ব নেতারা আমাদের উন্নয়ন দেখের এর রহস্য জানতে চাইছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বলেছেন উন্নয়নের ম্যাজিক হলো দেশপ্রেম। জননেত্রী শেখ হাসিনা দেশপ্রেম দিয়ে সকল মানুষকে সাথে নিয়ে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘মার্চ মাস বাঙালি জাতির জন্য একটি সমাস। এ মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অবিস্বরণীয় ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে এ দেশের বীর মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত এবং প্রাণের বিনিময়ে লাল সবুজের পতাকা এনে দিয়েছেন। আজকে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। অথচ স্বাধীনতার পরাজিত শক্তিরা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া হয়েছিলো।’

সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাচ্ছে। দেশের অর্ধেক মানুষ নারী। কাজেই অর্ধেক জনগোষ্ঠিকে ঘরের মধ্যে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। আর এজন্য বর্তমান সরকার নারী ক্ষমতায়নে বিশেষ ভুমিকা রাখছে। এ দেশের নারীরা এখন দেশের বিভিন্ন উচ্চ পদে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ এখন আর বন্যা বা দূর্যোগের দেশ নয়। বাংলাদেশ এখন উন্নয়নের দেশ। নারী ক্ষমতায়নের দেশ। তাই দেশকে সকলে ভালোবাসতে হবে। দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।’

কলেজ সম্পর্কে তিনি বলেন, ‘পুরাণবাজার কলেজটির গৌরবময় ইতিহাস রয়েছে। বর্তমান অধ্যক্ষ তার একান্ত প্রচেষ্ঠায় কলেজের পরিবেশ অনেক সুন্দর করে তুলেছেন। এ জন্য আমি তাদের কলেজের অধ্যক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি অনুরোধ করবো তিনি যেনো কলেজের পরিবেশ সুন্দর করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কাজ করেন।’

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, ময়নামতি রেজিমেন্ট -এর লেফটেনেন্ট কর্ণেল সালাউদ্দিন আল মুরাদজি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান পাটওয়ারী, ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক মো. সোয়েব, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শামসুল ইসলাম মন্টু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজির দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুর নবী মাসুম, কবি ও লেখক ডা. পীযূষ কান্তি বড়–য়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অতিথিদের বক্তব্য শেষে ১৬টি ইভেন্টের অংশ নেয়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

শেষে ক্রীড়া প্রতিযোগিতার ১২ ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডা. দীপুমনিসহ উপস্থিত অতিথিরা।

প্রতিবেদক- আশিক বিন রহিম
।। আপডটে,বাংলাদশে সময় ১০ : ১৩ পিএম, ০৩ মার্চ ২০১৭ শুক্রবার

এইউ

Leave a Reply