Home / চাঁদপুর / শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অনিয়ম সহ্য করা হবে না : জেলা প্রশাসক
Dc ....

শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অনিয়ম সহ্য করা হবে না : জেলা প্রশাসক

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল বলেন,‘ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের অনিয়ম সহ্য করা হবে না। এখন থেকে ক্লাস চলাকালীন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত থাকতে হবে। কোনো অবস্থাতেই ক্লাস চলাকালীন সময়ে শিক্ষক কিংবা শিক্ষার্থী প্রতিষ্ঠানের বাইরে থাকতে পারবে না। বোর্ড নির্ধারিত ফ্রির বাইরে কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিলে সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষা চলাকালীন সময়ে কোনো শিক্ষক হলে মোবাইল নিয়ে প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা হবে। এখন থেকে যিনি অন্যায় করবেন তাকেই শাস্তি পেতে হবে। কারো অন্যায়ের জন্য জেলা প্রশাসক দায় নেবে না।’

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্ব করেন । শুরুতেই বিগত সভার কার্যবিরণ পাঠ, সিদ্ধান্ত এবং এর অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওচমান।

পরে আলোচনা পর্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.মাসুদ হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.মঈনুল হাসান,চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন,চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এসএসএম দেলওয়ার হোসেন,স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সিভিল সার্জন মো.সফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান, সদর নির্বাহী কর্মকর্তা কনিজ ফাতেমা, হাইমচরের নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল বলেন,‘ চাঁদপুর শহরকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। শহরের সোন্দর্যবর্ধন ও পরিস্কার পরিচ্ছন্নতায় সকলকে এগিয়ে আসতে হবে। এটি শুধুমাত্র জেলা প্রশাসক অথবা পৌরসভার একার কাজ নয়। শহরের যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না।

শহরকে পরিচ্ছন্ন রাখতে সকল প্রকার ব্যানার-বিলবোর্ড সরিয়ে ফেলতে হবে। কিছু ব্যক্তি রাস্তার পাশের দেয়ালগুলোতে পোস্টার লাগাচ্ছে ।এ থেকে জেলা প্রশাসকের বাংলোর দেয়ালও রক্ষা পাচ্ছে না। এখন থেকে আর যে কোনো দেয়ালে পোস্টার লাগাতে দেয়া হবে না। শহরের রাস্তার পাশের দেয়ালগুলোকে রং করতে হবে। বড়স্টেশন মোলহেডে সোন্দর্যবর্ধনের কাজ চলতে তা অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন,‘ বর্তমান সরকার দেশের উন্নয়নে যে পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়নে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। যারা সরকারি কর্মকর্তা তাদের সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারের পরিকল্পনা হলো দেশের সকল স্থানে সম-উন্নয়ন নিশ্চিত করা। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সরকারের উন্নয়ন ও সেবা পৌঁছে দিতে হবে।’

পৌর মেয়র বলেন,‘ চাঁদপুর পৌরসভা দেশের একটি প্রথম শ্রেণির পৌরসভা। তাই পৌর এলাকার শান্তি-শৃঙ্খলা ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দালিত্ব সকলের। আমি পৌর মেয়র হিসেবে অনুরোধ করবো শহরটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে সবাই সহযোগিতা করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা অভিষেক দাস, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা.ইলিয়াছ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী,কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা আফরোজ, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বরত প্রধানগণ।

প্রতিবেদক :আশিক বিন রহিম
আপডেট,বাংলাদেশ সময় ৮:৩০ পিএম,১৮ ফেব্রুয়ারি ২০১৮,রোববার
এজি