Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি ভোট কেন্দ্রের বেহাল দশা : স্থানান্তরে দাবি ভোটারদের
শাহরাস্তি ভোট কেন্দ্রের বেহাল দশা : স্থানান্তরে দাবি ভোটারদের

শাহরাস্তি ভোট কেন্দ্রের বেহাল দশা : স্থানান্তরে দাবি ভোটারদের

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটি বেহাল দশার কারণে ভোট গ্রহণে ঝুঁকিপূর্ণ হওয়ায় এটিকে অন্যত্র স্থানান্তর করার জন্য দাবি জানিয়েছে ওই এলাকার ভোটাররা। ৫নং ওয়ার্ডটি হাড়িয়া গ্রামে অবস্থিত।

এ কেন্দ্রটির যে স্থানে ভোট গ্রহণ করা হয়, সেটি একটি এবতেদায়ী মাদ্রাসা। বর্তমানে ভবনের নির্মাণের কাজ চলছে এবং সেটি অরক্ষিত অবস্থায় রয়েছে। এছাড়াও নিরাপত্তার দিক দিয়ে এলাকাবাসী এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছে।

ইসমাইল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ তোফাজ্জল হোসেন, আব্দুস ছাত্তার মেম্বার, মোঃ মনির হোসেন মোল্লা, আমির হোসেন মোল্লা, মকবুল সওদাগর, মোঃ নাজির আহমেদ, মোঃ জয়নাল আবেদীন, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ নুরুল ইসলাম প্রমুখ জানান, গত নির্বাচনে এ স্থানে চান্নি টানিয়ে ভোট গ্রহণ করা হয়।
তাদের দাবি সুষ্ঠ ও সুন্দরভাবে ভোট গ্রহণ করার লক্ষ্যে কেন্দ্রটি পার্শ্ববর্তীতে অবস্থিত সাবেক ইউনিয়ন পরিষদ ও তহশিল অফিসের খালি ভবনে নেওয়া হলে যাতায়াত, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার দিক থেকে সকলেই উপকৃত হবে।

শাহরাস্তি ভোট কেন্দ্রের বেহাল দশা : স্থানান্তরে দাবি ভোটারদের

About The Author

মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট

: আপডেট ১১:৫০ পিএম, ৫ মার্চ ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply