Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি বিদ্যানিকেতনের অভিভাবক সমাবেশ সম্পন্ন
অভিভাবক

শাহরাস্তি বিদ্যানিকেতনের অভিভাবক সমাবেশ সম্পন্ন

শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও” শাহরাস্তি বিদ্যানিকেতনের অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকলে কালিয়াপাড়া শাহরাস্তি বিদ্যানিকেতন ক্যাম্পাসে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোঃ আব্দুর রবের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু। অভিভাবক সমাবেশে বক্তারা বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ”অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদিচ্ছায়, আন্তরিক প্রচেষ্টায় ও এলাকাবাসী সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি ধারাবাহিক ভাবে এগিয়ে চলছে। সকল ছাত্র-ছাত্রীকে ধর্মীয় ও মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদানের মাধ্যমে নিজ মেধা ও মননশীলতা বিকাশের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের ধার উন্মোচন করে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। সন্তান আপনার শিক্ষার দায়িত্ব আমাদের। শিক্ষার্থীকে মেধাবী তৈরি করব, এটাই আমাদের অঙ্গীকার, শিক্ষার্থীর লেখাপড়ার মান বৃদ্ধির জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত। সুন্দর ও মনোরম পরিবেশে উন্নত শিক্ষা, সার্বক্ষণিক অধ্যায়ন চালু রাখার জন্য বাড়ির কাজ ও মাসিক টিউটোরিয়াল পরীক্ষার ব্যবস্থা। সকল শিক্ষকদের আন্তরিকতার সাথে শিক্ষার্থীদেরকে বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষার সু-শিক্ষা ব্যবস্থা।

সহকারী শিক্ষক মাওঃ এম এইচ আব্দুল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যানিকেতনর সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, কোষাধাক্ষ তছাদ্দেক হোসেন, উপাধ্যক্ষ কৃষ্ণ রঞ্জন আইচ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিন পাটোয়ারী, উপস্থিত ছিলেন মোঃ ইমরান হোসেন, মোঃ শাহজাহান পাটোয়ারী, মোঃ শামীম আহমেদ, মোঃ মহসিন, মোঃ তারেক মাহমুদসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ১ ডিসেম্বর ২০২২