Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / শান্তিপূর্ণ জীবনযাত্রার প্রতিবন্ধক সবকিছুই আবর্জনা
শান্তিপূর্ণ জীবনযাত্রার প্রতিবন্ধক সবকিছুই আবর্জনা : উপজেলা চেয়ারম্যান

শান্তিপূর্ণ জীবনযাত্রার প্রতিবন্ধক সবকিছুই আবর্জনা

‎Wednesday, ‎April ‎15, ‎2015  08:43:34 PM

মোঃ কামাল হোসেন খান :
মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব ১৪২২ উদযাপন করা হয়।

সাম্প্রদায়িকতা ও মৌলবাদ রুখে দেয়ার প্রত্যয় এবং আলোর পথে চলার শপথ গ্রহণের মধ্যদিয়ে জাতি আজ মঙ্গলবার বর্ষবরণ করে নিল বাংলা ১৪২২ বঙ্গাব্দকে। উগ্র মৌলবাদী হামলার ভীতি তুচ্ছ করে তেজদীপ্ত বাঙালি সাম্প্র্রদায়িক অপশক্তিকে রুখতেই অসাম্প্রদায়িক চেতনার গান গেয়ে নতুন বছরকে স্বাগত জানাল। অন্যান্য বছরের চেয়ে এবার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অনেক বেশি।

মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু বর্ষবরণ উদযাপন উপলক্ষে দেশের সাম্প্রতিক সময় ও পরিবেশ তুলে ধরে তিনি বলেন, শান্তিপূর্ণ জীবনযাত্রার প্রতিবন্ধক সব কিছুই আবর্জনা। নতুন বছরে এই আবর্জনা দূর করে শান্তি-সম্প্রীতি ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। উপজেলা বটমূলে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু বলেন, ধর্ম আমাদের ধারণ করে রাখে আর স্ব-ভাব ধর্মের নীতিবোধ ও শান্তির পথে আহ্বান করে। নীতিহীন আচরণ ভাই-বন্ধু-সমাজ-দেশ ও বিশ্বের শান্তির প্রতিবন্ধক। তাই তিনি সত্য, ন্যায় ও কল্যাণের পথে এবং আলোর পথে চলার শপথ গ্রহণের আহবান জানান সবাইকে।

নববর্ষের সকালে উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু আরো বলেন, আমরা চাই নববর্ষের প্রভাতে সকল আবর্জনা দূর হয়ে যাক। সামনের দিনগুলো স্বাধিকার, সমৃদ্ধ, প্রশান্ত ও জীবনের প্রতিশ্রুতি নিয়ে আসুক। মনে রাখতে হবে সেই পরিবেশ সৃষ্টির দায়িত্ব আমাদের সকলের। পরবর্তী প্রজন্মকে নতুন উদ্যমে জাগিয়ে তুলবার দায়িত্ব আমার আপনার। নতুন প্রজন্ম যেন আলোর পথযাত্রী হয়ে উঠতে পারে। মানব যাত্রীকে সত্য, ন্যায়, কল্যাণের পথে চলে প্রকৃত মানুষ হবার সাধনা করতে হবে। সেই অভিযাত্রার শপথ নেবার দিন আজ। আসুন আমরা আলোর পথে চলবার শপথ নেই।

এর পূর্বে মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. রুুহুল আমিন নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস ও উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল। আরো বক্তৃতা করেন মতলব উত্তর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম,ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ নান্নু মিয়া, কলাকান্দা ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ,গজরা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল কালাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল কাইয়ুম মজুমদার, উপজেলা প্রকৌশলী মোঃ এনামুল হক, মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার মোঃ মিজানুর রহমান সরকার,উপজেলা আ’লীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম জমাদার,ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সরকার, নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারী, শ্যামল কুমার বাড়ৈ.উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক তামজিদ সরকার রিয়াদ,ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা মোঃ ইয়াছিন খান, অপু সরকার, মিল্টন সরককার,আল ইমরান প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন সাংবাদিক কামরুজ্জামান হারুন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তসহ সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার বটমূলে গ্রামীণ লোকজ ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিত্যাঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজিত পান্তা ইলিশ ভোজেন অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও পেশাজীবী সংগঠন অংশ নেয়।

এরপর বিকেলে উপজেলা পরিষদ চত্বরে দু’দিনব্যাপি ডিজিটাল মেলা এবং উপজেলা পরিষদ মাঠে দু’দিনব্যাপি বৈশাখী মেলার উদ্ধোধন করা হয়। এদিকে উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্র এবং উপজেলা পরিষদ মাঠে আয়োজিত দু’দিন ব্যাপি মেলায় উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

চাঁদপুর টাইমস : এমআরআর/কেএইচকে/২০১৫

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes