Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে সাংবাদিকদের সাথে মৎস্য অধিদপ্তরের মতবিনিময়

হাইমচরে সাংবাদিকদের সাথে মৎস্য অধিদপ্তরের মতবিনিময়

“মাছ চাষে গড়বো দেশ, বদলে দেবো বাংলাদেশ’’ এ প্রতিপাদ্য নিয়ে হাইমচর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সেক্টরে সরকারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে হাইমচরে কর্মরত সাংবাদিকদের সাথে মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪ টায় হাইমচর প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি মো. মাহবুব আলম বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলমের পরিচালনায় সাংবাদিকদের উদ্দেশ্যে মৎস্য সেক্টরের সরকারের সফলতা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান তালুকদার, উপজেলা সহকারি সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ।

সপ্তাহ ব্যাপি মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

কর্মসূচির প্রথম দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারণা।

২য় দিন দিবসটি উপলক্ষে উপজেলা মিলনায়তনে ব্যানার ফেস্টুন এবং বর্নাঢ্য র‌্যালি ও উদ্বোধন।

৩য় দিনে উপজেলা সভা কক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন।

৪র্থ দিনে গুরুত্বপূর্ন স্থানে ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা।

৫ম দিনে হাইমচর ডিগ্রি কলেজ সভা কক্ষে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের অংশ গ্রহণে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন।

৬ষ্ঠ দিনে তেলির মোড় মাছ ঘাটে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ আলোচনা সভা।

৭ম দিনে উপজেলা সভা কক্ষে মৎস্য সপ্তাহের মূল্যায়ন সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

এসময় হাইমচরের কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : বিএম ইসমাইল, হাইমচর
:আপডেট,বাংলাদেশ সময় ১০ : ৩৪ পিএম, ১৮ জুলাই ২০১৭,মঙ্গলবার
এইউ

Leave a Reply