Home / চাঁদপুর / মাইনুদ্দিন খান বাদলের মৃত্যুতে চাঁদপুর জেলা জাসদের শোক
Badal ....

মাইনুদ্দিন খান বাদলের মৃত্যুতে চাঁদপুর জেলা জাসদের শোক

চট্টগ্রামের ৮ আসনের সংসদ সদস্য, জাসদ রাজনীতির প্রাণ পুরুষ,সুদক্ষ পার্লামেন্টেরিয়ান, বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদল বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭ টায় ভারতের ব্যাঙ্গালুরু দেবীশেঠির নারায়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না … রাজিউন )। তাঁর ছোট ভাই বোয়ালখালী জাসদের সভাপতি মনিরউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁর মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁদপুর জেলা শাখার পক্ষে সভাপতি প্রফেসর মো.হাসান আলী সিকদার ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন মজুমদার গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মাইনুদ্দিন খান বাদলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে
রযেছে ।

মনিরউদ্দিন খান জানান,‘ দু’বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন বাদল। হার্টেরও সমস্যা ছিল। দু’সপ্তাহ আগে নিয়মিত চেকআপের জন্য তাকে ভারতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মরহুমের মরদেহ দেশে আনা হবে।’

আবদুর গনি,৭ নভেম্বর ২০১৯