Home / জাতীয় / সার্বজনীন পেনশন স্কীম চালু করবে সরকার : পরিকল্পননা মন্ত্রী
mannan

সার্বজনীন পেনশন স্কীম চালু করবে সরকার : পরিকল্পননা মন্ত্রী

সার্বজনীন পেনশন স্কীম চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ট বুধবার (৬ নভেম্বর) গুলশানের গার্ডেনিয়া হলে সিপিডি ও অক্সফামের যৌথ আয়োজনে সার্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কাউকে বাদ দিয়ে সুযোগ সুবিধা তৈরি করার পক্ষে না সরকার। তাই পেনশন ব্যবস্থা চালু করার আগে আরো ভেবেচিন্তে বাস্তবায়ন করা হবে।

সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের ৬৫ বছরের বেশি বয়সের ৪০ শতাংশ কোন পেনশন পান না। আইন করে ও স্বতন্ত্র কাঠামোর মাধ্যমে সবার জন্য পেনশন চালু করা যেতে পারে। এতে সামাজিক কাঠামো মজবুত হবে পাশাপাশি বৈষম্য কমবে।

এটি বাস্তবায়নে ভারত বা মালদ্বীপের পরিকল্পনা উদাহরণ হিসাবে নেয়ার পরামর্শ দেন বক্তারা।