Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণ খাদেরগাঁও ইউনিয়নে ৪০ প্রার্থীর মনোনয়ন জমা
মতলব দক্ষিণ খাদেরগাঁও ইউনিয়নে ৪০ প্রার্থীর মনোনয়ন জমা

মতলব দক্ষিণ খাদেরগাঁও ইউনিয়নে ৪০ প্রার্থীর মনোনয়ন জমা

আগামী ৪ জুন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ মে) ইউনিয়নের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৪ চেয়ারম্যান পদপ্রার্থী ও ২৯ সাধারণ মেম্বার পদপ্রার্থী এবং ৭ সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।

মোট ৪০ চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন (প্রতীক- নৌকা), বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই (প্রতীক- ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মোঃ ইয়াসিন ও আরিফুল ইসলাম মনোনয়নপত্র জমাদেন।
সাধারণ মেম্বার পদে ১নং ওয়ার্ডে মোঃ জুলহাস, মোঃ মোজাম্মেল হক, মনির ২নং ওয়ার্ডে যোগেশ মল্লিক, অন্তন কুমার সরকার, তাপস সরকার, ৩নং ওয়র্ডে জসিম উদ্দিন, ৪নং ওয়ার্ডে মোঃ জসীম, মহসিন প্রধান, আঃ মজিদ প্রধান, ৫নং ওয়ার্ডে বাশার মিজি, খোকন, আঃ রাজ্জাক, আ. জব্বার, মোঃ সফিক, আব্দুর রহিম, বিল্লাল হোসেন, আবুল কালাম দেওয়ানজী, ৬নং ওয়ার্ডে সুরুজ্জামান মিজি, কাউছার প্রধান, মোহাম্মদ সামছুল আলম, ৭নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন, ৮নং ওয়ার্ডে নুরুল আমিন, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর মিয়াজী, ৯নং ওয়ার্ডে মাইন উদ্দিন মিয়াজী, মোঃ হাবিব উল্লাহ মনোনয়পত্র জমা দিয়েছে।
মহিলা মেম্বার পদে সংরক্ষিত ১নং ওয়ার্ডে জহুরা বেগম, জোসনা বেগম, ২নং ওয়ার্ডে রানু বেগম, মোসাম্মৎ জেসমিন আক্তার,লাভলী ৩নং ওয়ার্ডে শিরিনা আক্তার, মিশু বেগম মনোনয়নপত্র জমা দিয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ জানান, আগামী ১১ ও ১২ মে বাছাই এবং ১৯ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দনি। আগামী ৪জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।

]পলাশ রায়, মতলব দক্ষিণ [/author]

Leave a Reply