Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মী জামিনে মুক্তি
Motlob Dokkhin
প্রতীকী

মতলব দক্ষিণে বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মী জামিনে মুক্তি

মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি এবং জামায়েতের ২৮ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (২১ আগস্ট) চাঁদপুর দায়রা জজ আদালতে ২৮ নেতাকর্মীর জামিন মঞ্জুর হলে রাত ৮টায় চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্ত হন।

জামিনপ্রাপ্তরা হলেন, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মিরান হোসেন মিয়াজী, উপাদী উত্তর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক বিল্লাল হোসেন খান, উপজেলা জামায়েতের আমির আব্দুর রশিদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, পৌর জামায়েতের সেক্রেটারী মো. জসিম উদ্দিন, যুবদল নেতা মো. নাছির, রিপন সরকার, রেহান সরকার, মো. আনছার আলী, ছাত্রনেতা শাহাদাত হোসেন অভি, আরাফাত হোসেন, মোঃ জিসান, ইব্রাহিম, মাহদুল ইসলাম সোহাগ, শাহরিয়ার, কামরুল ইসলাম লিটন, স¤্রাট, হেলাল উদ্দিন প্রধান, কাজী ফয়সাল, জুয়েল মিজি, শাখাওয়াত হোসেন, মহসিন মিজি, নজরুল ইসলাম, ফরিদ উদ্দিন, কাউছার হাওলাদার, শ্রমিক নেতা কবির হোসেন, হযরত আলী বেপারী। পরে মুক্ত হওয়া নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপি’র সদস্য ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপি’র সভাপতি এমদাদ হোসেন খান, সাধারণ সম্পাদক এমরান হোসেন মিলন, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, সাধারণ সম্পাদক শোয়েব আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, সাবেক যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান সরকার, পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রণি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শরীফ উল্লাহ টিটুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতে দেয়া রায়ের প্রতিবাদে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

ঘটনার পর দিন থানার এস আই তপন কুমার দাস বাদী হয়ে সাবেক ছাত্র নেতা মোঃ নূরে আলম মিয়াজীকে প্রধান আসামী করে ৪৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

ওই মামলায় এজহারভুক্ত ৩৪ জন নেতাকর্মী গত ১৪ আগস্ট চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্ম সমর্পণ করেন।

বিচারক রাজিব কুমার বিশ্বাস ওই ৩৪ নেতা কর্মীর মধ্যে ৬ জনকে অসুস্থতার কারণে জামিন মঞ্জুর করে বাকী ২৮ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।

পরে রোবাবর (২১ আগস্ট) দায়রা জজ আদালতে ২৮ নেতাকর্মীর জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. সালেহ উদ্দিন আহমেদ জমিন মঞ্জুর করলে তারা মুক্তি পান।

আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট কামরুল ইসলাম, এ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, বারের সভাপতি এ্যাডভোকেট সেলিম আকবর, এ্যাডভোকেট হারুন অর রশিদসহ অন্যান্যরা।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১২:৩০ পিএম, ২১ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply