Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে স্বেচ্ছায় ৩ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
three-drug-businessman

মতলবে স্বেচ্ছায় ৩ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

চাঁদপুরের মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডকে মাদকমুক্ত ঘোষনা করলেন কাউন্সিলর মোঃ মামুন চৌধুরী বুলবুল। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মোবারকদি গ্রামে তার নিজস্ব কাউন্সিলর কার্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভায় এই ঘোষনা দেন।

কাউন্সিলর মোঃ মামুন চৌধুরী বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ইব্রাহিম খলিল, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন।

মাদক বিরোধী আলোচনা সভায় অত্র ওয়ার্ডের চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে আত্ম সমর্পন করেন।

তারা হলেন মোবারকদি গ্রামের মৃত- জুনাব আলী বাটের ছেলে আক্তার বাট, হাবিব প্রধানের ছেলে মামুন ও সুলতানের ছেলে মহসিন। তারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিকভাবে জীবন যাপন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। তাদের এই মহতী উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তাসহ এলাকাবাসী।

পরে তাদেরকে ফুল দিয়ে বরন করে নেন অতিথিবৃন্দ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক