Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মডেল মসজিদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন
মডেল মসজিদের

কচুয়ায় মডেল মসজিদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কচুয়ায় অত্যাধুনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে।

২২ জুন মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইমাম পদে ৩২জন, মুয়াজ্জিন ৩৫ ও খাদেম ১৪ জনসহ মোট ৮১জন মৌখিক (ভাইভা) পরীক্ষায় পৃথক ভাবে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, মডেল মসজিদ কমিটি নিয়োগ পরীক্ষার সভাপতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,কচুয়া ওসি মো. মহিউদ্দিন,ভূমিদাতা মো. তাজুল ইসলাম,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া ও নিশ্চিন্তপুর ডি.এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিন প্রমুখ। তিন পদে ৩জন উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ দেয়ার লক্ষে মৌখিক (ভাইভা) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে মঙ্গলবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষনা করা হয়নি কিন্তু কচুয়ার সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র পরামর্শে যোগ্যদের নাম ঘোষণা করা হবে বলে নিয়োগ কমিটি সূত্রে জানা গেছে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২২ জুন ২০২১