Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব আড়ং বাজার বেইলি ব্রিজের পাটাতন ভেঙ্গে যাচ্ছে : দুর্ঘটনার আশঙ্কা
Matlab-steel-bridge

মতলব আড়ং বাজার বেইলি ব্রিজের পাটাতন ভেঙ্গে যাচ্ছে : দুর্ঘটনার আশঙ্কা

চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের আড়ং বাজার সংলগ্ন বেইলি ব্রিজের পাটাতন ভেঙ্গে বড় ছিদ্রের সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছে যানবাহনে যাতায়াতকারী ও পথচারীরা।

সেখানে গিয়ে দেখা যায়, ব্রীজটির উত্তর পার্শ্বে নীচের অংশের বিভিন্ন স্থানে স্টিলের পাটাতন ভেঙ্গে গেছে এবং প্রায় সাড়ে ফুট জায়গার পাত সরে গিয়ে ছিদ্র হয়ে গেছে।
স্থানীয় যুবক মোবারক হোসেন সুমন বলেন, ১৫/২০ দিন যাবৎ ব্রীজটির পাত ভেঙ্গে ছিদ্র হয়ে আছে। কর্তৃপক্ষ কোন ব্যবস্থাও নিচ্ছেন না। ১৫ দিন পূর্বে এটি অনেক ছোট ছিল, বর্তমানে এটি অনেক বড় ছিদ্র হওয়ায় প্রতিদিনই ওই ছিদ্রে পড়ে দুর্ঘটনা ঘটছে।

সিএসজি চালক কামাল হোসেন বলেন, দিনের বেলায় ছিদ্রটি দেখা যায়। কিন্তু রাতের অন্ধকারে দেখা যায় না। ফলে ওই ছিদ্রের মাঝে সিএনজিসহ বিভিন্ন যানবাহনের চাকা পড়ে উল্টে যায়। এতে যাত্রীসহ চালকরা আহত হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল বলেন, ব্রীজের পাটাতন ভেঙ্গে অনেক বড় ধরনের ছিদ্র হয়ে গেছে। বিভিন্ন যানবাহন চালকরা সাবধান ও সতর্কতার সাথে ঝুকি নিয়ে যাতায়াত করতে দেখা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া যেকোন মুহুর্তে যানচলাচল বন্ধ হয়ে যেতে পারে।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
২৯ সেপ্টেম্বর, ২০১৮