Home / জাতীয় / অর্থনীতি / ফরিদগঞ্জে হোমল্যান্ডের ৭২ লক্ষ টাকার বীমা চেক হস্তান্তর
ফরিদগঞ্জে হোমল্যান্ডের ৭২ লক্ষ টাকার বীমা চেক হস্তান্তর

ফরিদগঞ্জে হোমল্যান্ডের ৭২ লক্ষ টাকার বীমা চেক হস্তান্তর

চাঁদপুর ফরিদগঞ্জে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ-এর মৃত্যু দাবী, এসবি ও মেয়াদ পূর্তি হওয়া ২৫০ জন গ্রাহকের ৭২ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৯ সেপ্টম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কোম্পানীর ফরিদগঞ্জ সার্ভিসিং সেন্টারের উদ্যোগে উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিয়ার) নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সরকারের যুগ্ন-সচিব খলিল আহম্মদ বলেছেন, ‘সরকার বাধ্যতামূলকভাবে সকল ছাত্র/ছাত্রীর জন্য শিক্ষা বীমা চালু করতে যাচ্ছে। ১০ টাকার ব্যাংক একাউন্টের মাধ্যমে এই বীমা চালু করা হবে। বাবা-মা মারা গেলে ছাত্র/ছাত্রীদের শিক্ষাজীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়। এসময় বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে পড়ালেখা করতে হয়। শিশু শ্রেণি থেকে শিক্ষা বীমা করতে পারলে উচ্চ শিক্ষা অর্জনে তার আর কোন চিন্তা থাকে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইডিয়ার নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সরকারের যুগ্ন-সচিব খলিল আহম্মদ এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কতৃপক্ষের পরিচালক (যুগ্ন-সচিব) ফারুক আহাম্মেদ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম মাহফুজুর রহমান।

বক্তব্যে প্রধান অতিথি আরো বলেন, ‘বাংলাদেশ সরকার সবার জন্যে স্বাস্থ্য বীমার কথা চিন্তা করছে। বিদেশে মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে বীমার আওতায় চলে আসে, কিন্তু আমাদের দেশে সেটা নেই। পাশ^বর্তী দেশ ভারতে স্বাস্থ্য বীমা রয়েছে। সরকারের সহযোগীতায় প্রতিটি প্রদেশে জনগণের জন্য স্বাস্থ্য বীমা রয়েছে। ওই দেশের সরকার এক্ষেত্রে বিশাল ভর্তুকি দিচ্ছে। বাংলাদেশেও খুব শিঘ্রই স্বাস্থ্য করতে পারবো বলে আমরা আশাবাদী।’

কৃষি বীমা সর্ম্পকে তিনি বলেন, কৃষিক্ষেত্রে কিভাবে বীমা ব্যবস্থা চালু করা যায় এনিয়ে চিন্তাভাবনা চলছে। বিশ^ ব্যাংকের সহযোগীতায় বাংলাদেশে গরু-ছাগলসহ সকল গবাদিপশুকে কিভাবে বীমার আওতায় নিয়ে আসা যায় এ নিয়ে কাজ চলছে।

ট্রেন ও লঞ্চের যাত্রীদের বীমা নিয়ে আইডিয়ার নির্বাহী পরিচালক আরো বলেন, ‘দেশের ট্রেন যাত্রীরাও বীমার আওতায় চলে আসবে। ট্রেনের টিকেট করার সময় যাত্রীদের কাছ থেকে প্রিমিয়াম হিসেবে ৫/১০ টাকা রাখা হবে। গত ৪ মাস আগে আর্থিক বিভাগের মাধ্যমে রেলওয়ে মন্ত্রনালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তবান পাঠিয়েছি। এছাড়া লঞ্চের যাত্রীরাও এমনিভাবে বীমার আওতায় আসবেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে কোন যাত্রী দূর্ঘটনায় মারা গেলে তাকে বীমার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া।’

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও পলিসি ইনচার্জ মঞ্জুর হাছানের পরিচালানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হোমল্যান্ড লাইফ ইন্সুর‌্যান্স কোম্পানী লি.-এর সচিব ও প্রশাসনিক ইনচার্জ আইয়ুব হাসেমী, চাঁদপুর এরিয়া ইনচার্জ শাহাদাৎ হোসেন খাঁন (মানিক), ফরিদগঞ্জ সার্ভিসিং সেন্টারের ইনচার্জ ডা. মো. ফরহাদ হোসেন, সিনিয়র সহকারী ম্যানেজার সাংবাদিক এনামূল হক খোকন, চাঁদপুর সার্ভিসিং সেন্টারের ইনচার্জ মমতাজ পারভীন, পল্লী বীমার ইনচার্জ মো. বিল্লাল পাটওয়ারী, মহসিন তালুকদার, চাঁদপর ডেপুটি ইনচার্জ নজরুল ইসলাম খাঁন, ফরিদগঞ্জের ডেপুটি ইনচার্জ মো. এমরান হোসেন, আশিকুর রহমান, ফোরকান হোসেন, হাজীগঞ্জ অফিস ইনচার্জ রিপন চক্রবর্তী, রুপসা অফিসের ইনচার্জ জাকিয়া আক্তার লাকী, খাজুরিয়া এজেন্সি অফিস ইনাচর্জ মো. আল মামুন, বিসি আলেয়া আক্তার, ডা. এমরান, মো. বাবুল হোসেন, ডা. সাইফুল আহসান তুহিন, ডা. মঞ্জু পাটওয়ারী, ওমর ফারুক নান্টু প্রমুখ

প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
সেপেটম্বর২৯,২০১৮

Leave a Reply