Home / চাঁদপুর / ব্যাপক শোডাউনে চাঁদপুরের রাজনীতিতে আসছেন শফিক ভূঁইয়া!
ব্যাপক শোডাউনে চাঁদপুরের রাজনীতিতে আসছেন শফিক ভূইয়া!

ব্যাপক শোডাউনে চাঁদপুরের রাজনীতিতে আসছেন শফিক ভূঁইয়া!

নতুনভাবে ব্যাপক শোডাউনের মাধ্যমে চাঁদপুরে রাজনীতিতে আসছেন পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শফিকুর রহমান ভূইয়া।

এর অংশ হিসেবে বিএনপির অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করার খবর পাওয়া গেছে। তৃণমূল ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেককেই মুঠোফোনে ও ব্যক্তি মাধ্যমে আমন্ত্রণও করা হয়েছে।

যদিও নেতাকর্মীদের একটি অংশ এ বিষয়ে চুপ থাকছেন এবং গ্রুপিং রাজনীতি পর্যবেক্ষণের ভূমিকায় থাকতে দেখা গেছে।

এদের অনেকেই গণমাধ্যমের সাথে নাম-পরিচয় প্রকাশ করে বক্তব্য দিতে সম্মত হননি।

এ ব্যাপারে শফিকুর রহমান ভূঁইয়ার সাথে কথা বলে জানা যায়, ‘তাঁর নেতৃত্বে শনিবার (১ অক্টোবর) বেলা ১১ টা থেকে চাঁদপুর ক্লাবে ঈদ পুনর্মিলনী ও গণভোজের আয়োজন করা হয়েছে। এতে প্রায় বিএনপির ২ হাজার নেতাকর্মী অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।’

এ কর্মসূচিটি গ্রুপিং রাজনীতির অংশ কিংবা ব্যাপক শোডাউনের উদ্দেশ্যে কিনা? জানতে চাইলে, চাঁদপুরের সাবেক এ বিএনপি নেতা চাঁদপুর টাইমসে জানান, ‘ঈদের পর এখনো বিএনপির নেতা কর্মীদের সাথে কথা বলার সুযোগ হয়নি। তাই বিএনপি ও অঙ্গ সহযোগী নেতা কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছি। এখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত থাকবেন। আমরা একসাথে বসে ঈদের শুভেচ্ছা বিনিময় করবো। পাশাপাশি বর্তমান রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা করা হবে।’

আনুমানিক কতো নেতাকর্মী অংশ নিতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘যারা দাওয়াত পেয়েছেন যদি তারা সবাই অংশ নেন, তাহলে ২ হাজার নেতাকর্মী সমাগমের সম্ভবনা রয়েছে।’

এদিকে এ কর্মসূচির বিষয়ে জানতে চাইলে চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবাক অ্যাড. সলিম উল্যাহ সেলিম চাঁদপুর টাইমসকে জানান, ‘বিষয়টি চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক কিংবা অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ জানে না। এটি জেলা বিএনপির কোনো কর্মসূচি নয়।’

তৃণমূল ও জেলার অন্যান অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে এ কর্মসূচিতে দাওয়াত করা হয়েছে ও ব্যাপক শোডাউনের সম্ভবনাও রয়েছে এ প্রসঙ্গে তাঁর মন্তব্য জানতে চাইলে তিনি জানান, ‘ব্যক্তির চেয়ে দল বড়, তাই একজন ব্যক্তি কর্মসূচি দিলেই সেটি বড় হয়ে যায় না, আমরা এ ব্যাপারে কিছুই জানি না।’

জেলা বিএনপির অপর যুগ্ম আহবায়ক ও চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ার মো. সফিকুজ্জামান চাঁদপুর টাইমসকে জানান, ‘এটা বিএনপির কোনো কর্মসূচি নয়, এ সম্পর্কে আমার জানা নেই, তাই আমি মন্তব্য করতে পারবো না।’

অপরদিকে শফিকুর রহমান ভূঁইয়ার এ কর্মসূচির খবর জেনে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে প্রথম সারির নেতাদের নিয়ে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে একটি জরুরি বৈঠক আহবান করা হয়েছে। ওই বৈঠকে দাওয়াত পেয়েছেন, এমন একজন সাবেক নেতা চাঁদপুর টাইমস বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে নিশ্চিত করেছেন। যদিও জেলা বিএনপির দাবি এটি তাদের অনির্ধারিত নিয়মিত বৈঠক ছিলো।

: আপডেট, বাংলাদেশ সময় ০৯:৪০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply