Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
child marrige

মতলব উত্তরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো ২০১৮ এর এসএসসি পরীক্ষার্থী রত্না আক্তার নামে এ স্কুল ছাত্রী।

শনিবার (৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন এ বাল্যবিয়ে বন্ধ করে দেয়।

উপজেলা নির্বাহী অফিসার এ শিক্ষার্থীকে ১৮ বছর উন্নীত না হওয়া পর্যন্ত বিয়ের কোন পরিকল্পনা আয়োজন করিবেন না মর্মে মেয়ের বাবা হান্নান বেপারীসহ মেয়ের কাকা, মামা ও ইউপি সদস্যর কাছ থেকে মুচলেকা নেন।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্য বিবাহ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমান সরকার বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা চাই না মতলব উত্তর উপজেলায় আর কোন বাল্যবিবাহ হোক।

তিনি আরো বলেন, আমরা খবর পেয়ে মেয়েটির বাল্যবিয়ের চেষ্টা বন্ধ করেছি। এখন দেখার বিষয় মেয়েটির শিক্ষা জীবন রক্ষা পায় কি না। আমরা সেই চেষ্টাই করছি।

প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, মতলব উত্তর
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৩০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮, রোববার
এইউ