Home / চাঁদপুর / ফরিদগঞ্জ ছাত্রদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
ফরিদগঞ্জ ছাত্রদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ফরিদগঞ্জ ছাত্রদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

দীর্ঘ দিন পর নতুন কমিটি পেয়ে নব উদ্যোমে জেগে উঠেছে ফরিদগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলা ছাত্রদল একটি ইউনিয়ন ছাড়া প্রতিটি ইউনিয়নে নতুন কমিটি অনুমোদন দেয়।

ঘোষিত ১৪টি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি মুখ, পথসভা, মটরশোভা যাত্রা করে। নতুন কমিটি ঘোষনার পর ফরিদগঞ্জের কোন ইউনিয়নে ছাত্রদলের প্রতিবাদ মিছিল বা অপ্রিতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহার, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাঝি, আ. মতিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম নান্টুসহ সকল যুগ্ম আহ্বায়কদের প্রতি মেধাবী, ত্যাগী, যোগ্য ও ইউনিয়নে জনপ্রিয় ছাত্রনেতাদের দিয়ে ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠন করায় আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজারে নবগঠিত কমিটির সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহেল আহম্মদ নিরব এর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মো. সাদ্দাম হোসেন (স¤্রাট) ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন ভুঁইয়ার নেতৃত্বে পাটওয়ারী বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক শামিম হোসাইনের নেতৃত্বে গল্লাক বাজারে অনন্দ মিছিল করে নেতাকর্মীরা।

৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাওন চৌধুরী ও সাধারণ সম্পাদক নেওয়াজ শরিফের নেতৃত্বে শোল্লা বাজারে নেতাকর্মীরা আনন্দ মিছিল করে।

৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো.জসিম উদ্দিন ও সিনিয়র সহ সভাপতি হাছান ভুইয়ার নেতৃত্বে ছাত্রদলের কামরুল ইসলাম, মহিন উদ্দিন, মো. নাছির, শামীম দেওয়ান, রোকন, শরীফুল ইসলাম রুবেল, রাব্বী ইসলাম, আ. রহিমসহ অন্যান নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।

৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম পাটওয়ারী’র নেতৃত্বে চৌরাঙ্গী বাজারে মিছিল অনুষ্ঠিত হয়।

১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজাওে ছাত্রদলের নবগঠিত কমিটির মো. সোহেল বেপারী ও মো. তুহিন পাটওয়ারী ’র নেতৃত্বে উপস্থিত ছিলেন ছাত্রনেতা আব্দুস ছালাম সুমন, মো. হামিমুর রহমান, রুবেল খাঁন, মুন্না পাটওয়ারী, শাকিল, রাকিব, মনির, জিহাদ খাঁন, রাব্বী পাটওয়ারী প্রমুখ।

১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজারে নবগঠিত ছাত্রদলের কমিটির সভাপতি সালাউদ্দিন আহম্মেদ মিঠু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন’র নেতৃত্বে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সাংগঠণিক সম্পাদক আলাউদ্দিন, মাহামুদ হাছান, লিটন, ইয়াছিন, অনিক, রাকিব, বিল্লাল, সবুজ, নুরুল আমিন, সজিব রাজ, আব্দুর রহমান প্রমুখ।

১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজারে নবগঠিত কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সবুজ’র নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক দিদার ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ইউছুফ পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর দেওয়ান, মতিন দেওয়ান, নাছির, মনির, শরীফ প্রমুখ। মিছিলে শুরুতে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান নেতাকর্মীরা।

১৫নং রুপসা উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাসুদ আলম ও সাধারণ সম্পাদক মো. তছলিম হোসেন বেপারী’র নেতৃত্বে ফরিদগঞ্জ-রায়পুর সড়কের নারিকেল তলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর ছাত্রদল ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু ও ৬ জন যুগ্ম আহ্বায়কের সুপারিশ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে উপজেলার ১৪টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। যে সকল ইউনিয়নে স্থগিত মেয়াদ উত্তির্ণ কমিটি ছিলো ওই সকল ইউনিয়নেও নতুন কমিটি ঘোষণা করা হয়।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ১০ :০০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply