Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ কে.আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে

ফরিদগঞ্জ কে.আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব

চাঁদপুরের ফরিদগঞ্জে কে.আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব পালিত হয়েছে। নতুন স্কুল, নতুন বই, নতুন ঘ্রাণ, নতুন স্বপ্নে শিক্ষার্থীরা বই হাতে পেয়ে উজ্জীবীত-উল্লসিত। বই উৎসবে, প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশরাফী।

ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিষ্ঠিত স্কুলটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষাবান্ধব আয়োজনে এ বছরই যাত্রা শুরু করেছে।

বই বিতরণ পূর্ব আলোচনায় প্রধান অতিথি বলেন, এ প্রথম ফরিদগঞ্জে সম্পূর্ণ মাল্টিমিডিয়া পদ্ধতিতে ও শীতাতপ নিয়ন্ত্রিত একটি স্কুল প্রতিষ্ঠা হলো। আমি স্কুল-এর পরিচালনা পদ্ধতি বিষয়ে সার্বিক পরিকল্পনা শুনে অভিভূত। আমি আশা করছি, এটি একটি মানসম্মত বিদ্যালয় ও কলেজ হবে। তিনি বিদ্যালয়ের সাফল্য কামনা করেন।

বুধবার সকালে, ফরিদগঞ্জ এ.আর, মডেল পাইলট হাই স্কুলের সাবেক শিক্ষক ও কে.আর. স্কুল এন্ড কলেজ-এর চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ আলম তালুকদারের সভাপতিত্বে¡ বিশেষ অতিথি হিসেবে বালিথুবা হেদায়েতনগর-এর পীর শাহ মুহাম্মদ মমিনুল হক উপস্থিত ছিলেন। বই বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শিমুল হাছানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান ও বিশেষ অতিথি শিক্ষার্থীদে হাতে নতুন বই তুলে দেন এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি, ৩ জানুয়ারি ২০১৯