Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে অসহায়ের পাশে আহবান ফাউন্ডেশন
ফরিদগঞ্জে অসহায়ের পাশে আহবান ফাউন্ডেশন

ফরিদগঞ্জে অসহায়ের পাশে আহবান ফাউন্ডেশন

মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আহবান ফাউন্ডেশন।

আত্মমানবতার সেবায় নিয়োজিত সমাজসেবামূলক প্রতিষ্ঠানটি গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকাতে এ খাদ্য সামগ্রী বিতরণ করে। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের ফরিদগঞ্জে শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আহবান ফাউন্ডেশন।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, দুই লিটার তৈল, তিন কেজি আলু, দুই কেজি ডাল, দুই কেজি চিনি, তিন প্যাকেট বিস্কুট সহ বিভিন্ন ধরনের মসলা। বিতরণকৃত ২২ কেজি খাদ্য পণ্যই ছিলো প্রাণ কোম্পানীর।

জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার দত্তশোল্লা, সানকিসাইর এতিমখানা, পূর্ব সানকিসাইর এতিমখানা, ফরিদগঞ্জ সদর, রুস্তুমপুর, কাউনিয়া ও নোয়াখালীর হরিসচর সহ বিভিন্ন এলাকাতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ফরিদগঞ্জে সুষ্ঠুভাবে খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগীতায় ছিলেন আহবান ফাউন্ডেশনের সদস্য প্রিন্স, আব্দুল মালেক, কাজল, হাসান, খলিল সহ আরো অনেকে।

এ বিষয়ে আহবান ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তাদির ইবনে ইসমাঈল রুহান ডেইলি ফরিদগঞ্জকে জানান, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন বেঙ্গলের সার্বিক দিক নির্দেশনায় এবং আমার সহপাঠি বন্ধুদের সহযোগীতায় মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগময় মর্হুতে কর্মহীন গরীব ও অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিকে, বর্তমান দুর্যোগময় মর্হুতে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বৃত্তশালীদের প্রতি আহŸান জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহান। এছাড়া নিজে নিরাপদ থাকতে এবং অন্যকে নিরাপদ রাখতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখারা অনুরোধ জানান তিনি।
ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করেন ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির সদস্য সচিব ইব্রাহিম ইবনে ইসমাঈল কমল ।

উল্লেখ্য, আহবান ফাউন্ডেশন পূর্বেও মানবকল্যাণে দেশের বিভিন্ন এলাকায় দুর্যোগময় মর্হুতে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

প্রতিবেদক:শিমুল হাসান,৫ মে ২০২০