Home / বিশেষ সংবাদ / নিজের জীবন দান করে ৬ জনের প্রাণ বাঁচাল ১২ বছরের শিশু
নিজের জীবন দান করে ৬ জনের প্রাণ বাঁচাল ১২ বছরের শিশু

নিজের জীবন দান করে ৬ জনের প্রাণ বাঁচাল ১২ বছরের শিশু

অবিনাশ। বয়স তখন ১২। ভাগ্যের পরিহাসে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়। কিন্তু, মৃত্যুশয্যায় তার সিদ্ধান্ত মৃত্যুর পরও তাকে স্মরণীয় করে রাখল। জায়গা করে দিল মানুষের মনে। আর ১২ বছরের শিশুর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবার তার নামে রাস্তার নামকরণের সিদ্ধান্ত নেওয়া হল।

ভারতের তামিলনাড়ুর নাগারকোলির বাসিন্দা এস অবিনাশ। এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। মস্তিষ্কে গুরুতর আঘাত লাগায় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। লড়াই করেও শেষে ১৮ অগাস্ট মৃত্যু হয় অবিনাশের।

এরপর অবিনাশের শরীরের অঙ্গ দান করতে চেয়ে চিকিৎসকদের কাছে আবেদন করেন অবিনাশের বাবা মা ও আত্মীয়রা। সেই মতো চোখ, কান, যকৃৎ ও কিডনি সহ ৬টি অঙ্গ অস্ত্রোপচার করে বের করা হয়।

অবিনাশের ৬টি অঙ্গ ৬ ব্যক্তির প্রাণ বাঁচায়। অল্প সময়ে বিষয়টি ছড়িয়ে পড়ে। এরপরই তিরুনেলভেলির মেয়রের কাছে অবিনাশের নামে রাস্তার নামকরণের আবেদন করেন স্থানীয়রা। সেই মতো এনজিও কলোনির একটি রাস্তার নাম পরিবর্তন করে অবিনাশের নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৮:৩৬ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
এইউ

Leave a Reply