Home / কৃষি ও গবাদি / এক ডগায় ৩৫ লাউ!
লাউ

এক ডগায় ৩৫ লাউ!

জনপ্রিয় সবজিগুলোর মধ্যে লাউ অন্যতম। লাউ বেশ সহজলভ্য এবং উপাদেয় খাবার। লাউকে বলা হয় বেহেশতি সবজিও। এক ডগায় এক লাউ, এটাই স্বাভাবিক।

কিন্তু তাই বলে এক ডগায় একাধিক লাউ! অবিশ্বাস্য হলেও সত্য, একই ডগায় ৩৫টি লাউ ধরেছে একটি গাছে! ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলে।

ঘটনাটি ঘটেছে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের জোতনছর গ্রামের কামাল হোসেন ও লাভলী আকতার দম্পতির বাড়িতে। এ দৃশ্য দেখতে গ্রামের ওই বাড়িতে অনেকেই ভিড় জমাচ্ছেন।

ওই দম্পতি জানান, তারা দুই মাস পূর্বে দেশি লাউগাছের বীজ এনে লাগিয়ে ছিলেন।

বীজ থেকে চারটি গাছ বড় হয়ে মাচায় ওঠে। তিনটি গাছ স্বাভাবিক থাকলেও একটি গাছে হঠাৎ করেই একটি গিঁট (ডগার সংযোগস্থল) থেকে অসংখ্য ফুল বের হতে থাকে। সেই ফুল থেকে ওই ডগায় ৩৫টি লাউ ধরেছে। লাউগুলো আস্তে আস্তে বড়ও হচ্ছে।

প্রতিবেশী বিপ্লব হোসেন জানান, তিনি ওই ডগায় ৩৫টি লাউ গুনে দেখেছেন। এর আগে এমন দৃশ্য তিনি দেখেননি। গ্রামের উৎসুক অনেকেই লাউগাছটি দেখতে ভিড় জমাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, এক ডগায় অসংখ্য লাউ ধরা অস্বাভাবিক কোনো ঘটনা না। বিভিন্ন কারণে এ রকম ঘটনা ঘটতে পারে।

তবে গাছটি না দেখে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ৭ মে ২০২৪