Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে সরকারি হালট কেটে জমি ভরাটের অভিযোগ
monir

কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে সরকারি হালট কেটে জমি ভরাটের অভিযোগ

চাঁদপুর কচুয়ায় তৈতেয়া গ্রামে সরকারি হালট কেটে নিজ জমির পাশে রাস্তা ভরাট করার অভিযোগ উঠেছে। উপজেলার তেতৈয়া গ্রামের অধিবাসী বিএনপি নেতা ও প্রবাসী মনির হোসেন সরকারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

স্থানীয় লোকজনের অভিযোগ তেতৈয়া গ্রামের আব্দুস সাত্তার সরকারের ছেলে প্রবাসী মনির সরকার আইন, নিয়ম নীতি তোয়াক্কা না করে নিজ ইচ্ছা মতো প্রভাব খাটিয়ে সরকারি হালট কেটে তার জমি সংলগ্ন রাস্তা তৈরী করে।

স্থানীয়রা আরো জানান, মাটি কাটার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল খবর পেয়ে তাকে নিষেধ করলে মনির সরকার ইউপি মেম্বারের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং বর্তমানে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার রটে।

এ ঘটনায় ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত মোঃ শাহ্ আলম বুধবার সরেজমিনে গিয়ে মনির হোসেনকে ওই সরকারি হালট থেকে মাটি না কাটার জন্য নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে অভিযুক্ত মনির সরকার বলেন, ‘আমার জমি সংলগ্ন মাটি কেটেছি তবে বারন করলে কাটবো না। তবে অন্যেরা আগে কেটেছে বিধায় আমিও কেটেছি।’

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
১৫ ফেব্রুয়ারি,২০১৯