Home / উপজেলা সংবাদ / কচুয়া / দিনব্যাপি পিঠা উৎসব
দিনব্যাপি পিঠা উৎসব
প্রতীকী

দিনব্যাপি পিঠা উৎসব

‘এসো মিলে আজ হাসি খেলা, পিঠা উৎসব আর পৌষ মেলা’ এ শ্লোগান নিয়ে চাঁদপুরের কচুয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি ) কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এতে ৪৮টি স্টলে নানা ধরনের পিঠা স্থান পেয়েছে। এসবের মধ্যে পুলি, ভাঁপা, পাটিসাপ্টা, জিরাপিঠা, ডালের পিঠা, জামাই পিঠাসহ শতাধিক ধরনের পিঠা ছিল। এসময় উৎসবে আসা লোকজন এসব পিঠার স্বাদ গ্রহণ করেন।

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে এটি উৎসব মাঠে এসে শেষ হয়।

অন্যদিকে, আয়োজক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন জানান, গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতেই এ পিঠা উৎসবের লক্ষ্য।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির জানান, এমন ব্যতিক্রমধর্মী আয়োজনে তারা পিঠা তৈরিতে নতনুমাত্রা পেয়েছেন। এখন থেকে প্রতি শীত মৌসুমে এমন আয়োজন অব্যাহত থাকবে। কচুয়া প্রেসক্লাব সভাপতি প্রিয়তোষ পোদ্দার জানান, এ প্রথম কচুয়ায় এমন বিশাল আয়োজনে পিঠা উৎসব হলো। এতে আবহমান বাংলার ঐতিহ্য ফুটে উঠলো।

কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ পিঠা উৎসবে সেরা স্টলগুলোকে পুরস্কৃত করা হয়। উৎসবে কচুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সরকারি কয়েকটি সংস্থা অংশ নেয়।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ৮: ৩০ পিএম, ১০ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার
এজি/ডিএইচ

Leave a Reply