Home / শীর্ষ সংবাদ / ফরিদগঞ্জে ২২৭ জন দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান আজ
Khal

ফরিদগঞ্জে ২২৭ জন দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান আজ

সারা দেশে একযোগে সকল খাল নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে সোমবার(২৩ ডিসেম্বর)। চাঁদপুরে সেচ প্রকল্পের অভ্যন্তরে ওয়াপদা বরপিট খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

চাঁদপুর জেলা প্রশাসন, ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, ভূমি অফিস এবং পুলিশ প্রশাসনের যৌথ ভাবে অভিযানে পরিচালনা করা হবে।

জানা গেছে,সরকারের ঘোষনা অনুযায়ী চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের নির্দেশে ফরিদগঞ্জ উপজেলার ১২কিলোমিটার ব্যাপি বারপিট খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। ফরিদগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে যথাক্রমে বালিথুবা পূর্ব,বালিথুবা পশ্চিম, সুবিদপুর পশ্চিম এবং গুপ্টি পুর্ব ইউনিয়নে বারপিট খালের উপর ২২৭ জন অবৈধ নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। ইতিপুর্বে দখলকৃত খালগুলো পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্তিপক্ষ।

ফরিদগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার জানান, দখলকারিদেরকে ইতিপূর্বে নোটিশ প্রদান করা হয়েছে। আজ সকাল থেকেই চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আব্দুল্যা আল মাহমুদ জামানের নেতৃত্বে একযোগে এই অভিযান চলবে।

প্রতিবেদক:মো.শিমুল হাছান