Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / খোলা আকাশের নীচে মতলব তিতারকান্দি সপ্রাবির শিক্ষার্থীরা
খোলা আকাশের নীচে মতলব তিতারকান্দি সপ্রাবির শিক্ষার্থীরা
জরাজীর্ণ অবস্থায় থাকা বিদ্যালয়টির পরিত্যক্ত ভবন

খোলা আকাশের নীচে মতলব তিতারকান্দি সপ্রাবির শিক্ষার্থীরা

ঝুঁকিপূর্ণ ১২৬নং তিতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছাত্র-ছাত্রীদের পাঠদান চলছে খোলা আকাশের নীচে।

বিদ্যালয়টি মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি যে গ্রামে অবস্থিত সে গ্রামটি ইসলামাবাদ ইউনিয়নের দু’টি ওয়ার্ড নিয়ে গঠিত।

এ গ্রামে প্রায় ২০হাজার জনসাধারণের বসবাস। বিদ্যালয়টিতে ৩ শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। কিন্তু বিদ্যালয়টি সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন উদ্যোগই নিচ্ছেন না। বিদ্যালয়টি একটি দ্বীপ এলাকার মাঝে অবস্থিত। বিদ্যালয়টিতে নেই পর্যাপ্ত আসবাবপত্র।

উপজেলা শিক্ষা অফিসারের সাথে আলাপকালে তিনি চাঁদপুর টাইমসকে জানান, ‘বিদ্যালয়টির ভবন খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ সকলের সহযোগিতায় টিনের সাবরা তৈরি করে ছাত্র-ছাত্রীদের পড়ানো হচ্ছে। নতুন ভবন তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শর্বরী রায় চাঁদপুর টাইমসকে জানান, ‘বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত। অনেক কষ্টে ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান করাচ্ছি। অনেক সময় খোলা আকাশের নিচেও পাঠদান করতে হচ্ছে। এছাড়া শ্রেণি কক্ষের অভাবে ক্লাস নিতে সমস্যা হচ্ছে।’

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস চাঁদপুর টাইমসকে জানান, ‘এ গ্রামের ৩ শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষার একমাত্র কেন্দ্র হচ্ছে, আমাদের তিতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি নতুন ভবন নির্মাণ করা খুবই জরুরি। ’

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট: আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ এএম, ৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply