Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে দ্বিতীয় ডোজে টিকা নিলেন ৫৫৭৮ জন
টিকা

শাহরাস্তিতে দ্বিতীয় ডোজে টিকা নিলেন ৫৫৭৮ জন

শাহরাস্তিতে দ্বিতীয় ডোজে ৫৫৭৮ জনের টিকা প্রদান কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ৭ সেপ্টেম্বর সকল ইউনিয়নে করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।

এই টিকা প্রদান কার্যক্রমে সহায়তা করছেন সকল ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ (মনিটরিং কর্মকর্তা),ইউপি চেয়ারম্যানবৃন্দসহ সংশ্লিষ্ট ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সদস্যবৃন্দ, পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।

টিকা কার্যক্রম সম্পন্ন হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক, চাঁদপুর অঞ্জনা খান মজলিশ স্যারকে। আরো ধন্যবাদ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ টিকা কার্যক্রমের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকলকে।

শাহরাস্তি উপজেলায় ১০ টি ইউনিয়নে বরাদ্দকৃত ৬,০০০ ডোজ টিকার মধ্যে আজ ৫৫৭৮ ডোজ টিকা প্রদান সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৪২২ জনকে টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে এ‌সে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

প্রতিবেদক: মো.জামাল হোসেন