Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’
durjogh prostuti dei

‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’

‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

শনিবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, প্রকল্প কর্মকর্তা আওরঙ্গজেব, যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, প্রেস ক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগ, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল “জানবে বিশ্ব, জানবে দেশ- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ”।

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ প্রধান, ইউপি সদস্য আবদুল মতিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মতিন পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাদল নন্দী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মো. আজিজুর রহমান, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক রোকনুজ্জামান রোকন, মতলব প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রোটা. মাহফুজ মল্লিক, ক্রীড়া সম্পাদক গোলাম হায়দার মোল্লা, ছাত্রলীগ নেতা শরিফ পাটোয়ারী, উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি কামাল দেওয়ানসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

জানবে বিশ্ব জানাবে দেশ, দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ এ শ্লোগানে হাইমচরে দূর্যোগ প্রস্তুত দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আমিনুর রশিদ এর সভাপতিত্বে ও মোঃ মাসুদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায়, বিশেষ অতিথির উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মীর হোসেন, ফার্য়ার সাভির্স ইনচার্জ মীর আমির হোসেন, আল আমিন মহিলা মাদ্রাসার সুপার মাওঃ মোঃ হাফেজ প্রমুখ।

উপজেলা থেকে পাঠানো প্রতিবেদন